আদানির সঙ্গে LIC-রও আচ্ছে দিন, ফের ভরছে ভাণ্ডার! জানুন এখন কেমন অবস্থা বীমা সংস্থার

বাংলাহান্ট ডেস্ক: হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) বিতর্কের ঝড় অবশেষে কিছুটা হলেও থিতিয়ে এসেছে। ফের লাভের মুখ দেখছে আদানি গ্রুপ (Adani Group)। ক্রমশ বাড়ছে তাদের শেয়ারের দাম। এর ফলে লগ্নিকারীদেরও আস্থা ফিরছে আদানি গ্রুপের উপর। এর ফলে আদানি গ্রুপের অন্যতম বড় বিনিয়োগকারী LIC-রও ধীরে ধীরে লাভ হচ্ছে। সরকারি বীমা সংস্থার রাজকোষও আবার ভর্তি হচ্ছে।

বিগত কয়েক মাসে হুড়মুড়িয়ে পড়ে গিয়েছিল আদানি গ্রুপের শেয়ারের দাম। কোনও ভাবেই লগ্নিকারীদের আস্থা পাচ্ছিল না তারা। ফলে প্রতিদিনই আদানি গ্রুপের ৭টি কোম্পানির শেয়ারের দাম বাজারে নিম্নমুখী ছিল। এর ফলে সরকারি বীমা সংস্থা এলআইসি-রও ক্ষতি হচ্ছিল। কারণ তারা আদানি গ্রুপের অন্যতম লগ্নিকারী। আদানি গ্রুপ লোকসানের মুখে পড়ার ফলে সাধারণ লগ্নিকারীদের সঙ্গে বীমা সংস্থারও সম্পত্তি উবে গিয়েছিল।

adani group

কিন্তু এ বার ধীরে ধীরে সেই ক্ষতি পুষিয়ে উঠছে আদানি গ্রুপ। ফলে লাভের মুখ দেখছেন সকল লগ্নিকারীই। উল্লেখ্য, আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিতে ২৮ হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছিল এলআইসি। কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর হুড়মুড়িয়ে পড়তে শুরু করে আদানি গ্রুপের শেয়ারের দাম। এর ফলে ক্ষতি হয় এলআইসি-রও। 

তবে ফের তারা লাভের মুখ দেখছে। আদানি গ্রুপে তাদের বিনিয়োগের মাত্রা ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সোমবার বিকেলের মধ্যে আদানি গ্রুপের কোম্পানিগুলি শেয়ার বাজারে ভাল ফল করায় সরকারি বীমা সংস্থা তাদের বিনিয়োগের উপর ব্যাপক হারে লাভ করতে পেরেছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে সোমবার অবধি এলআইসি আদানি গ্রুপে বিনিয়োগের উপর ২৭ শতাংশ লাভ করতে পেরেছে। 

প্রসঙ্গত, আদানি এন্টারপ্রাইজে ১ শতাংশের অংশীদার এলআইসি। একইসঙ্গে আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস, আদানি পোর্টস অ্যান্ড সেজ, আদানি ট্রান্সমিশন, আম্বুজা সিমেন্ট এবং এসিসি-তেও ১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে সরকারি বীমা সংস্থার। এর মধ্যে শেয়ারের দাম বাড়ায় গৌতম আদানিরও (Gautam Adani) লাভ হয়েছে। এই সময়ের মধ্যে তাঁর মোট সম্পত্তি ৩৭.৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৫৮ বিলিয়ন ডলার।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর