‘লিজ্জত’ পাপড়ের ওপর তৈরি হচ্ছে সিনেমা, জেনে নিন এই সংস্থার অনুপ্রেরণামূলক কাহিনী

বিখ্যাত লিজ্জত পাপড়ের (lijjat papad) ওপর সিনেমা বানাতে চলেছেন প্রখ্যাত বলিউড পরিচালক আশুতোষ গোয়ারিকর ( ashutosh gowarikar)। এতো বিষয় থাকতে কেন পাপড়ের ওপর সিনেমা? তার কারন এই সংস্থার বিরল কীর্তি।  কয়েকজন নারীর উদ্যোগে সামান্য পুঁজি থেকে শুরু করে ভারতের অন্যতম সেরা ব্র‍্যান্ড হিয়ে ওঠা লিজ্জত নারী উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণা। তাকেই সিনেমার পর্দায় আনছেন আশুতোষ

images 2020 12 14T161724.846

লিজ্জত পাপড়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই নারী কেন্দ্রীক৷ শুধু মাত্র নারীদের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে সংস্থাটি। এই মুহুর্তে ভালোদ, গোলান, বুহারি ও ভাটকানা গ্রামে এই পাপড় সংস্থাটির বিভিন্ন কেন্দ্র গড়ে উঠেছে।

আশুতোষ সম্প্রতি ‘কাররাম কুররাম’ নামের একটি বলিউড সিনেমা তৈরিতে মনোনিবেশ করেছেন। এই সিনেমাটি ১৯৫৯ সালের প্রেক্ষাপটে শুরু হয়। যেখানে ৭ জন গুজরাটি মহিলা মাত্র ৮০ টাকা লোন নিয়ে ব্যাবসাটি শুরু করে। সেই ৮০ টাকার ব্যাবসা আজ কয়েক কোটি টাকার টার্নওভার ছুঁয়েছে।

সংস্থাটি এতটাই বড় হয়েছে যে ৭ জন মহিলার সেই কোম্পানি আজ ৪৫ হাজার মহিলার রুটি রুজির জোগান দিচ্ছে। আজ দেশের প্রায় প্রতিটি ঘরেই পৌঁছে গিয়েছে লিজ্জত। এতখানি জনপ্রিয় হয়েছে যে এখন লিজ্জত একটি ব্র‍্যান্ড।

নারীদের স্বাধীন চেষ্টায় তৈরি এই সংস্থার সাফল্যের কাহিনীই পর্দায় আনছেন আশুতোষ। ছবিটি প্রযোজনা করছেন সুনীতা গায়কোয়ার। পরিচালনার দ্বায়িত্বে আছেন আশুতোষ গায়কোয়ার এবং গ্লেন বার্ণেটো। একটি কুড়েঘর থেকে শুরু করে ভারতের অন্যতম ব্র‍্যান্ড হওয়া লিজ্জত পাপড়ের ওপর তৈরি এই ছবিতে অভিনয় করছেন কিয়ারা আডবানি।

 

সম্পর্কিত খবর