বাজেটের আগে দুঃসংবাদ! এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

বাংলা হান্ট ডেস্ক : অন্তর্বর্তীকালীন বাজেটের (Budget) দিনই আগুন হল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। ফেব্রুয়ারির শুরুতেই বৃদ্ধি পেল এলপিজি গ্যাসের (Liquefied Petroleum Gas) দাম। মাসের প্রথম দিনেই চিন্তার ভাঁজ আম জনতার কপালে। দেশের বিভিন্ন শহরে আলাদা আলাদা দাম বেড়েছে বলে খবর‌। আজ অর্থাৎ ১লা ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই লাগু হয়েছে সেই নয়া দাম। চলুন দেখে নিই কোথায় কত দাম বেড়েছে?

রাষ্ট্রয়াত্ত সংস্থা ইন্ডিয়ান ওয়েলের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে আলাদা আলাদা দাম বেড়েছে। এই যেমন কলকাতায় সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১৮ টাকা। যেখানে দিল্লিতে একটি সিলিন্ডারের জন্য ১৪ টাকা অতিরিক্ত দিতে হবে। ওদিকে মায়ানগরী মুম্বাইতে প্রতি সিলিন্ডারের জন্য এখন ১৫ টাকা অতিরিক্ত দিতে হবে। চেন্নাইতে সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১২.৫ টাকা।

যদিও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব এখনই পড়ছে না আম জনতার হেঁসেলে। কারণ এবার গৃহস্থ নয়, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। যার প্রভাব পড়তে পারে হোটেল রেস্তরাঁর খাবারের দামের উপর।

কলকাতা : এইদিন ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পয়লা ফেব্রুয়ারি থেকে কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম পড়বে ১,৮৮৭ টাকা। বুধবার পর্যন্ত এই দাম ছিল ১৮৬৯ টাকা।

দিল্লি : ওদিকে দিল্লিতে ১৯ কেজি ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডার কেনার জন্য খরচ হচ্ছে ১৭৬৯.৫০ টাকা। গত বুধবার পর্যন্ত এই দাম ছিল ১৭৫৫.৫০ টাকা।

মুম্বাই : নয়া দাম লাগু হওয়ার পর মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম পড়ছে ১,৭২৩.৫ টাকা। যা জানুয়ারিতে ১,৭০৮.৫ টাকা ছিল।

চেন্নাই : নয়া দাম লাগু হওয়ার আগে চেন্নাইতে যে সিলিন্ডার মিলত ১৯২৪.৫ টাকায় এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩৭ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১২.৫ টাকা।

blog paytm commercial lpg cylinders check prices and how to apply 800x500

প্রসঙ্গত উল্লেখ্য, এইমুহুর্তে ১৪.২ কেজির ঘরোয়া গ্যাসের দামে কোনও বদল আনা হয়নি। আপাতত কলকাতায় একটি ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য দিতে হয় ৯২৯ টাকা। ওদিকে উজালা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকদের খসাতে হয় ৩০০ টাকা। সেক্ষেত্রে তারা সিলিন্ডারটি কেনেন ৬২৯ টাকায়।

এছাড়া দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ৯০৩ টাকা‌। মুম্বাইতে এই দাম ৯০২.৫ টাকা। চেন্নাইতে একটি ভর্তুকিহীন ১৪.২কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ে প্রায় ৯১৮.৫ টাকা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর