১ লা জুলাই থেকে বদলে যাচ্ছে LPG-র এই নিয়ম! বিপদে পড়ার আগে জানুন কী হতে চলেছে

বাংলাহান্ট ডেস্ক : জুন (June) মাস প্রায় শেষের পথে। হাতে আর মাত্র তিন দিন। তারপরেই আবার একটা নতুন মাসের আগমন। আর নতুন মাস মানেই আমাদের দৈনন্দিন জীবনে আসে নানান পরিবর্তন। এমনকি সরকারের বেশ কিছু নিয়মের জেরে সাধারণ মানুষের পকেটে পড়ে টান।

প্রতিমাসের শুরুতেই বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়। তবেই জুলাই মাসে নিয়ম পরিবর্তন না হলেও বদলে যাচ্ছে বেশ কিছু জিনিসের দাম। পয়লা জুলাই থেকেই আমজনতার পকেটের উপর পড়তে চলেছে তার প্রভাব। চলুন জেনে নেওয়া যাক জুলাই মাসে ঠিক কোন কোন জিনিসের দামে পরিবর্তন আসতে চলেছে।

liquified petroleum gas

চলতি মাসের শুরুতে অনেকটাই কমে গিয়েছিল রান্নার গ্যাসের দাম। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের শুরুতে আরও কিছুটা দাম কমতে পারে রান্নার গ্যাসের। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে কোন ঘোষণা করা হয়নি।

বদলে যেতে পারে এলপিজির রেট :

বিশেষজ্ঞদের অনুমান, নতুন মাসের শুরুতেই কিছুটা হলেও স্বস্তি মিলবে মধ্যবিত্তের পকেটে। অনেকেরই মতে বদলে যেতে পারে সিলিন্ডারের দাম। ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে। দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে।

সিএনজি রেট পরিবর্তন : 

তবে কেবলমাত্র এলপিজি সিলিন্ডার নয়। দামে বড়সড় ফারাক হতে পারে সিএনজির। প্রতিমাসের এক তারিখ অথবা মাস শুরুর প্রথম সপ্তাহে দাম পরিবর্তন হয় পিএনজি – সিএনজির। পেট্রোলিয়াম সংস্থাগুলি সাধারণত দিল্লি এবং মুম্বাইতে পিএনজি – সিএনজির দাম পরিবর্তন করে। এর আগে এপ্রিল মাসে কমেছিল জ্বালানির দাম। মে মাসে দামের ক্ষেত্রে কোন পরিবর্তন আসেনি। তবে জুন মাসে এসেছিল কিছুটা পরিবর্তন। আর এবার জুলাই মাসে সিএনজি পিএনজির দাম কেমন হবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা বেড়েছে অনেকের। আসলে সিএনজি – পিএনজির দাম বাড়লে খুব স্বাভাবিকভাবেই বাড়বে অটোর ভাড়া। আর তা নিয়েই চিন্তিত মধ্যবিত্তরা।

Avatar
additiya

সম্পর্কিত খবর