১০ মিনিটে ‘দুয়ারে মদ”, এক্কেবারে আপনার হাতে চলে যাবে পছন্দের সুরা! কলকাতায় নয়া উদ্যোগ

বাংলাহান্ট ডেস্ক: গোটা দেশজুড়ে যেমন চালু রয়েছে অনলাইনে জামা-কাপড় থেকে শুরু করে খাবার-দাবার দ্রুত বাড়িতে পরিষেবা পাওয়ার সুবিধা। ঠিক তেমনভাবেই দেশে নতুন পরিষেবা শুরু করা হয়েছে। তা হল, ১০ মিনিটের মধ্যে মদ ডেলিভারি।

সূরাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো হায়দ্রাবাদী একটি সংস্থা। যার পরিষেবা মিলবে কলকাতাতেও। অ্যাপের মাধ্যমে সূরাপ্রেমীরা নিজের পছন্দসই ব্র্যান্ডটির নাম লিখে অর্ডার দিয়ে দিলেই তার কিছুক্ষণের মধ্যেই অ্যাপের তরফ থেকে নিকটবর্তী মদের দোকান থেকে মদ নিয়ে বেরিয়ে পড়বেন ডেলিভারি বয়। পৌঁছে দেবেন আপনার বাড়িতে।

জানা গিয়েছে, হায়দ্রাবাদের একটি স্টার্ট-আপের পক্ষ থেকে বুজি নামের এই অ্যাপ-নির্ভর পরিষেবাটি শুরু করা হয়েছে কলকাতায়। তবে অন্যান্য অ্যাপ সংস্থার থেকে বুজি আলাদা কিছু নয়। তবে কৃত্রিম উপায়ে যেভাবে মাত্র ১০ মিনিটের মধ্যে ক্রেতাদের বাড়িতে পৌঁছে যাবে, সেই ভাবনা একেবারেই আলাদা।

সংস্থার তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, তাঁরা মদ্যপানকে আরও দায়িত্বশীল করে তুলতে সচেষ্ট। তাঁদের অ্যাপের মাধ্যমেই অপ্রাপ্তবয়স্কদের মদ থেকে দূরে রাখা, অতিরিক্ত মদ্যপান থেকে কোনও ব্যক্তিকে বিরত রাখার মতো চেষ্টা করতে চান তাঁরা। পাশাপাশি, আবগারি দফতরের ছাড়পত্রের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদও জানিয়েছে সংস্থাটি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর