ফিরলো ৯২ বছরের পুরোনো স্মৃতি! এনফিল্ডে রেড ডেভিলসদের নরক দর্শন করালো সালাহরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রাতের ম্যাচে ইপিএলে (EPL) বড় চমক দেখল ফুটবল বিশ্ব। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ ছন্দে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। লিগ খেতাব দখলের লড়াইতেও মৃদুভাবে সামিল রয়েছে তারা। অপরদিকে খুব সঙ্গীন অবস্থা লিভারপুলের (Liverpool)। আসন্ন মরশুমে তারা ইউরোপিয়ান ফুটবলের যোগ্যতা অর্জন করতে পারবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইংলিশ প্রিমিয়ার লিগের দুই সবচেয়ে সফল ক্লাব যখন একে অপরের মুখোমুখি হবে, তখন সেই নিয়ে যে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কৌতুহল থাকবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

চলতি ইপিএল আরম্ভ হওয়ার পর নিজেদের তৃতীয় ম্যাচে লিভারপুলের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের প্রথম দুই ম্যাচে হারার পর লিভারপুলকে হারিয়ে ছন্দে ফেরা শুরু করেছিল তারা। এরপরের লিগ যত এগিয়েছে ততো ম্যানচেস্টার ইউনাইটেডের উন্নতি এবং লিভারপুলের অবনতি ঘটেছে। তাই কাল লিভারপুলের ঘরের মাঠ ‘এনফিল্ডে’ও খাতায়-কলমে এগিয়েছিল রেড ডেভিলসরাই।

কিন্তু এনফিল্ড সম্পর্কে ফুটবল সার্কিটে একটা জনপ্রিয় ধারণা প্রচলিত রয়েছে। সেই ধারণাটি অনুযায়ী একটি ফুটবল দল যতই ভালো জায়গায় থাকুক না কেন, এনফিল্ডে কখনও নিজেকে অরক্ষিত রাখবেন না। তাহলে আপনাকে খুব বাজেভাবে এর ফল ভুগতে হবে। আর্সেন ওয়েঙ্গার থেকে শুরু করে অ্যালেক্স ফার্গুসনের মত অভিজ্ঞ এবং প্রাক্তন কোচেরা সবসময় এই দাওয়াই দিয়েছেন। আর ঠিক তেমনটাই হল গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে।

প্রথমার্ধে দুই দলের মধ্যে পাল্লা দিয়ে লড়াই হয়েছে এবং কিছু গোলের সুযোগ ও নষ্ট করেছে ম্যান ইউনাইটেড। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে জানুয়ারি মাসে বিশ্বকাপের পারফরমেন্সের পরে লিভারপুল দলে আসা ডাচ ফুটবলার কোডি গ্যাকপো অসাধারণ প্লেসমেন্টে ডেভিড দি গিয়াকে পরাস্ত করে লিভারপুলকে লিড এনে দেন। সকলে প্রত্যাশা করেছিল যে দ্বিতীয়ার্থে হয়তো ইউনাইটেড পাল্টা আঘাত হানবে। কিন্তু তেমন কিছুই হলো না, উল্টে লিভারপুল গুনে গুনে আরও ৬ গোল করলো ইউনাইটেড ডিফেন্সকে চূর্ণ করে।

liverpool

জোড়া গোল করলেন গ্যাকপো, উরুগুয়ের তরুণ ফরোয়ার্ড নুনেজ এবং লিভারপুলের কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যাওয়া ইজিপ্সিয়ান তারকা সালাহ। প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলারকে টপকে লিভারপুলার হয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল (১২৯) করার রেকর্ড নিজের নামে করে নিলেন তিনি। একটি গোল করেন পরিবর্ত হিসেবে নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের রেকর্ডে ভাগ বসল আজ। ৭-০ ব্যবধানে ম্যান ইউনাইটেডের আগের পরাজয়গুলো এসেছিল এপ্রিল ১৯২৬-এ ব্ল্যাকবার্ন রোভার্সের বিরুদ্ধে, ডিসেম্বর ১৯৩০-এ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে এবং ডিসেম্বর ১৯৩১-এ উলভসের বিরুদ্ধে। অর্থাৎ প্রায় ৯২ বছর পর এত বড় ব্যবধানে হারলো রেড ডেভিলসরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর