ফিরছে লেডিস স্পেশাল, শিয়ালদহ শাখায় বাড়বে আরো ২০৬ লোকাল ট্রেন

করোনা আবহে প্রায় বন্ধ ৭ মাস বন্ধ থাকার পর শিয়ালদহ (sealdah) ও হাওড়া (howrah) শাখায় লোকাল ট্রেন (local train) চালু হয়েছিল। কিন্তু লোকাল ট্রেন চালু হলেও সেই সংখ্যাটা ছিল আগের থেকে বেশ কিছুটা কম। রেল প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে লোকাল ট্রেন খোলার পর সংক্রমণের অবস্থা দেখে লোকাল ট্রেন বাড়ানো হবে। সেই মতো এবার বাড়ছে লোকাল ট্রেন। শিয়ালদহ শাখায় ২০৬ টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিরছে লেডিস স্পেশালও।

local train

১১ নভেম্বর থেকে লোকাল ট্রেন চালু হলেও তারপর সেভাবে সংক্রমণ ছড়ায় নি বাংলায়। যার ফলে ধাপে ধাপে ট্রেন বাড়াতে শুরু করে ভারতীয় রেল। অফিস টাইমে লকডাউনের আগের নিয়মেই সমস্ত চলতে থাকে । যদিও দুপুর ও রাতের দিকে ট্রেন ছিল বেশ কিছুটা কম। যার ফলে সমস্যায় পড়ছিলেন বেশ কিছু যাত্রী। এবার দুপুর এবং রাতের ট্রেনও ১০০ শতাংশ করার দিকে হাঁটছে রেল।

আজ থেকে শিয়ালদহ শাখায় ৮৬০ টি ট্রেন চলবে। শিয়ালদহ উত্তরের লালগোলা, কৃষ্ণনগর, রানাঘাট, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাসনাবাদের পাশাপাশি দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ক্যানিং, সোনারপুর, বজবজ-সহ সকল শাখায় ট্রেন বাড়ানো হচ্ছে।

এর আগে, ডিসেম্বর মাসের ২ তারিখ থেকে রাজ্যে সাব আর্বান ট্রেন চালু করা হয়েছে। প্রথম দফায় ২৭ জোড়া অর্থাৎ ৫৪ টি ট্রেন চালু হলেও কয়েকদিনের মধ্যেই তা বাড়িয়ে দ্বিগুন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাব আর্বান ট্রেন চালুর কথা টুইট করে জানিয়েছিলেন রেল মন্ত্রী।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল তার টুইট বার্তায় এই ৫৪ ট্রেন চালুর পাশাপাশি জানিয়েছেন, এই ট্রেনগুলিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যাবস্থা নিশ্চিত করবে রেল। যা ঘিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। প্রায় ৯ মাস পর এই ট্রেন চালু হওয়ায় অনেকেই অন্য জেলায় যাতায়াত করতে পারছেন।

 

সম্পর্কিত খবর