লাভের আশায় যারা বিজেপিতে এসেছিল, তাঁরা চলে গেলেই দলের মঙ্গল! বললেন লকেট

বাংলাহান্ট ডেস্কঃ বেশকিছু দিন পর ফের স্বমহিমায় ফিরলেন লকেট চট্টোপাধ্যায় (locket chatterjee)। কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন দলত্যাগীদের। লাভের জন্য যারা বিজেপিতে এসেছিলেন, তাঁরা দ্রুতই দল ছাড়লে দলের মঙ্গল বলে সরাসরি জানিয়ে দিলেন হুগলির বিজেপি সাংসদ।

গত বিধানসভা নির্বাচনের পূর্বে দলে দলে এসে বিজেপিতে নাম লেখানোর হিড়িক পড়ে গিয়েছিল। আর এখন দেখা যাচ্ছে নির্বাচনের পর থেকে সেই তারাই আবারও ফিরে যাচ্ছেন তৃণমূল শিবিরে। কেউ কেউ ফিরে গেলেও, এখনও বিজেপি ছেড়ে যাওয়ার জল্পনায় নাম রয়েছে অনেকেরই।

Locket Chatterjee

এবার সেইসকল দলত্যাগী মনস্কদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার চুঁচুড়ার জোড়াঘাটে তর্পণ করতে গিয়ে লকেট বার্তা দেন, ‘২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছিলাম আমরা বিধানসভায়। ৩ থেকে ৭৭-এ পৌঁছেছে বিধায়কের সংখ্যা। আমরা মহিলাদের অধিকার নিয়ে লড়ছি, এটা মানুষ বুঝেছেন। আগামী দিনেও আমাদের এই লড়াই জারী থাকবে। তাই যারাই শুধুমাত্র লাভের জন্য বিজেপিতে এসেছিলেন, তাঁরা যত দ্রুত সম্ভব গেরুয়া শিবির ত্যাগ করুন, তাহলেই সেটা দলের পক্ষে মঙ্গলের’।

লকেট আরও বলেন, ‘একদিকে লখিমপুরে প্রতিনিধি পাঠাচ্ছে, কিন্তু অন্যদিকে দেখুন ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মারা যাওয়া ৫১ জন বিজেপি কর্মীর বাড়িতে কেউ গেছে কিনা। মানুষ তৃণমূলের সমস্ত নাটক বুঝতে পেরেছে’।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দল ছাড়ার পর লকেটকে নিয়েও জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। ওই সময়টায় বঙ্গ রাজনীতিতে লকেটকে বিশেষ ভূমিকায় দেখা না যাওয়ায়, তাঁর দলবদলের জল্পনা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে তিনি পরিস্কার করে দেন, উত্তরাখন্ডের কিছু বিশেষ দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ায়, ওই বিষয়েই ব্যস্ত ছিলেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর