CCTV ফুঁটেজ দাবী, মূর্তি ভাঁঙা সত্যতা সামনে আসুক লকেট চ্যাটার্জী

বাংলাHunt : উত্তর কলকাতায় অমিতসাহের রোড শো চলাকালীন টিএমসি এবং বিজেপির উভয়পক্ষের মধ্যে তীব্র ঝামেলা হয়। সেই ঝামেলার এসে পড়ে বিদ্যাসাগর কলেজে, সেখানে বিদ্যাসাগরের একটি মূর্তি ছিল এবং সেই মূর্তি ভাঙ্গা হয়। কে বা কারা ভেঙেছে মূর্তি তা সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে ঘরে কয়েকটি সিসিটিভি ক্যামেরার চিহ্ন রয়েছে, সেই চিহ্ন প্রকাশ করার জন্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

বিজেপির পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায় বলেন কেন এখনো সিসিটিভি ফুটেজ প্রকাশ করল না প্রশাসন, অবিলম্বে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক এবং সত্যতা সামনে আসুক।
তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে এই মূর্তি ভেঙেছে বিজেপি দুষ্কৃতীরা কিন্তু বিজেপির দাবি যদি তাদের কেউ জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

6b426 locket chatterjee 10 11 2018 তারা সিসিটিভি ফুটেজের প্রকাশের দাবি করছি এবং বাঙালির এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, তাদের দাবি বাংলায় যেভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা হলো, তা বাংলীর লজ্জা।

সম্পর্কিত খবর