ধন সম্পদ বৃদ্ধিতে বিশেষ ৫ রত্নের নাম করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্কঃ এই জগত সংসারে প্রতিটি মানুষই চায় একাধারে সুখ এবং সমৃদ্ধি। তবে মহাভারতে শ্রীকৃষ্ণ (Krishna) এই ইহজগতের সুখ সমৃদ্ধি প্রাপ্যের বিষয়ে বিশেষ কিছু কথা বলেছিলেন, যা মেনে চললে আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ফুলে ফেঁপে উঠবে।

wp2699523

শ্রীকৃষ্ণের কথা মত এমন বিশেষ ৫ রত্ন রয়েছে এই পৃথিবীতে, যার সঠিক ব্যবহার সংসারে সমৃদ্ধি এনে দেয়। এই ৫ টি রত্নের কথা তিনি মহাভারতের কাহিনীতে ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের অভিষেকের রাতে পাণ্ডবগণকে বলেছিলেন। সেই ৫ রত্ন হল-

জল বাঁচান

জল- জলের ওপর নাম জীবন। এদিকে আবার বলা হয়, ভারতীয় সংস্কৃতিতে জল অত্যন্ত পবিত্র বস্তু। তাই কোন তৃষ্ণার্ত ব্যক্তিকে এই রত্ন দান করলে, আপনার জীবনে সমৃদ্ধির আগমন ঘটবে সর্বদিক থেকেই।

ghee web

ঘি-  জল যেমন ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত পবিত্র বস্তু, তেমনি ঘিয়ের স্থান অতি পবিত্র উচ্চতায়। সেক্ষেত্রে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলে, সংসারে সুখ সমৃদ্ধির প্রবেশ হয়।

7690987c06fb3b304585e43d877804a44a30d0f8dfaf70008823faf755109f3c

চন্দনকাঠ- শ্রীকৃষ্ণের কথায়, হাজার সাপের ছোবল খাওয়ার পরও চন্দন গাছ কখনই তার সুগন্ধ হারায় না। তাই ঘরে গৃহে চন্দন কাঠ রাখলে পজেটিভ এনার্জীর আগমন হয়।

modhu inner20181118081802

মধু- আপনার বাড়িতে যদি মধু থাকে, তাহলে আর্থিক অনিশ্চয়তার কোন জায়গা থাকে না বাড়িতে। আবার এদিকে সনাতন জীবনধারায় মধু অতি পবিত্র বস্তু রূপেও গণ্য হয়।

bina

বীণা- বীণা, বিদ্যার দেবী সরস্বতী বীণাবাদিনী। বীণা একটি অতি পবিত্র বাদ্যযন্ত্র। বাড়িতে বীণা রাখলে দারিদ্রের সঙ্গে মন থেকে অনিশ্চয়তার কালো মেঘও দূর হয়ে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর