নদিয়ার নাকাশিপাড়ায় উদ্ধার প্রাচীন বিষ্ণু মূর্তি, ‘তৃণমূল চুরি করে খেয়ে নেবে”, দাবি বিজেপির

বাংলাহান্ট ডেস্ক : নদীয়ার (Nadia) নাকাশিপাড়া থানার বেজপাড়া গ্রামে গর্ত খুঁড়তে গিয়ে তিনটি বিষ্ণু মূর্তি (Vishnu Idol) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার বাসিন্দা পুসি সর্দারের বাড়ি থেকে মূর্তি তিনটি উদ্ধার হয়। জানা গিয়েছে গতকাল বাঁশ পোতার জন্য পুসি সর্দারের বাড়ির লোকজন শাবল দিয়ে গর্ত খুঁড়তে যান।

গর্ত খোঁড়ার সময় শাবলের আঘাতে শব্দ হতেই তাদের সন্দেহ হয়। এরপরই তারা ওই জায়গায় কোদাল দিয়ে খুঁড়তে শুরু করেন। তখন তিনটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়। মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবে পার্শ্ববর্তী গ্রাম গুলিতে দেখা যায় উন্মাদনা। বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে ভিড় করেন পুসি সর্দারের বাড়িতে। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা আসেন সেখানে।

এতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল নেতাদের দাবি মূর্তি গুলোর সঠিক মূল্যায়ন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। অথবা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Geological survey of India) কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হোক। অন্যদিকে, বিজেপির (Bharatiya Janata Party) দাবি অবিলম্বে মূর্তি গুলো ওখানে থাকে সরানো হোক না হলে তৃণমূল নেতারা চুরি করে খেয়ে নেবে।

স্থানীয় গ্রামবাসী তথা নাকাশিপারা ব্লক যুব তৃণমূলের (Trinamool Congress) সহ-সভাপতি বিপ্লব ঘোষ বলেছেন, প্রায় একদিন হয়ে গেল মূর্তি তিনটি উদ্ধার হয়েছে। কিন্তু প্রশাসনিক তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এখনো গ্রামে কেউ আসেনি। আমরা চাই যত দ্রুত সম্ভব তারা পর্যবেক্ষণ করে জানাক যে এই মূর্তিগুলি কোন সময়ের।

পাশাপাশি তার আরোও সংযোজন, আগামী দিনে যাতে মূর্তিগুলি এই গ্রামে রেখেই পরিচর্যা করা যায় সেই ব্যবস্থা করা হোক প্রশাসনের পক্ষ থেকে। এদিকে, প্রাচীন ভারতের সভ্যতার ইতিহাস বিশেষজ্ঞ অমরেশ চক্রবর্তী বলেন, ‘‘যেখান থেকে এই মূর্তিগুলো উদ্ধার হয়েছে, সেখানে খননকার্য চালালে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যেতে পারে।’’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর