মাত্র ৩ ঘন্টা! তারপরই তেড়ে ঝড়-বৃষ্টি রাজ্যের এই ৭ জেলায়, ভয়ঙ্কর আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির খেল চলছে সর্বত্র। পুজোর মুখে মুখভার করে রয়েছে আকাশ। তবে এখনই ঠিক হচ্ছেনা এই পরিস্থিতি। জানুন কী আপডেট দিল হাওয়া অফিস। বর্তমানে আরব সাগর ও বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ (Low Pressure) আছে যা দক্ষিণবঙ্গের (South Bengal) আরও কাছাকাছি আসছে। আগামী ৪৮ ঘন্টায় শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে।

সকাল থেকে রাত, বৃষ্টিতে নাজেহাল। নিম্নচাপের বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলছে উত্তরেও। এরকমই থাকবে আবহাওয়া। আবহাওয়া অফিস ( Weather Office) সূত্রে খবর আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা।

ওদিকে আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিপং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এমনটাই আপডেট দিল হাওয়া অফিস। তাই বাড়ি থেকে বেড়োনোর আগে সাবধান থাকুন।

আরও পড়ুন: ‘নার্ভাস হওয়ার..’, কেন ED-র সহকারী ডিরেক্টরকে সরিয়ে দিলেন বিচারপতি? কী হয়েছিল এজলাসে?

রবিবারও বহাল থাকবে বৃষ্টি। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা যদি থাকবে। আজ ও আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানেও। কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসতে পারে এই সব জেলায়।

weather

সকাল থেকে উত্তরেও শুরু হয়েছে দামাল বৃষ্টি। জলমগ্ন একাধিক এলাকা। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি, কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অক্টোবরের শুরুর দিকে আরও বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের। আজ থেকে দুই বঙ্গেরই তাপমাত্রা কমার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর