করোনা মোকাবিলায় আমেরিকা, ইতালি, জার্মানি, ফ্রান্সের থেকে ভালো রেকর্ড ভারতের, দেখুন পরিসংখ্যান

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (india) প্রথম করোনা (corona) ভাইরাস রোগী পাওয়ার পর কেটে গেছে ১০৯ দিন। করোনার মামলার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত বারো দিনে মামলাগুলি দ্বিগুণ হয়েছে। ভারতে করোনার এক লক্ষ মামলার গতি অন্যান্য দেশের তুলনায় অনেক কম । বিশ্বের অন্যান্য দেশগুলিতে করোনা সংক্রমন যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সেই সংক্রমণ কিন্তু ভারতে গতি পায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানগুলি দেখা গেছে এই সাবধানতা অবলম্বন করার ফলে করোনা সংক্রান্ত মামলা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিলো।

IMG 20200519 WA0036

ভারতে করোনা সংক্রমণ পাঁচ হাজার থেকে এক লাখ পৌঁছাতে মাত্র পাঁচ দিন সময় লেগেছিল। ভারতে করোনার ভাইরাসের প্রথম পঁচিশ হাজার রোগের ক্ষেত্রে ৮৬দিন সময় লেগেছিল। পরের এগারো দিনে দ্বিগুণ হয়ে পঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে । তারপরে এক সপ্তাহের মধ্যে করোনা সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে যায়।

IMG 20200519 WA0037

অন্যান্য দেশের করোনা সংক্রমণ 

ভারতে, এই সংখ্যা এক লক্ষে পৌঁছেছে অনেক দিনে , আমেরিকাতে মাত্র পঁচিশ দিনের মধ্যে এই সংখ্যা এক লক্ষে পৌঁছেছে। ইতালিতে, মাত্র ৩৬ দিনের মধ্যে করোনার এক মিলিয়ন কেস সামনে এসেছিলো।  সময় মতো সতর্কতা, কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত প্রয়োজনীয় বিধিনিষেধ ও সতর্কতার কারণে করোনার সংখ্যা অনেক কম।

IMG 20200519 WA0038ফ্রান্সে ৩৯ দিনের মধ্যে করোনা সংক্রমণ এক লক্ষ ছাড়িয়ে যায় , যদিও জার্মানিতে এই সংখ্যায় পৌঁছাতে মাত্র ৩৫দিন সময় লেগেছে। আবার স্পেনে, মাত্র ১০ দিনের মধ্যে করোনা সংখ্যাটি দশ লক্ষে পৌঁছেছে। এই দেশগুলি ভারতের তুলনায় অর্ধ দিনেরও কম সময়ে করোনার সীমানা অতিক্রম করেছিল।

সম্পর্কিত খবর