১লা মে তেই বিরাট সুখবর! একধাক্কায় অনেকটায় কমল LPG গ্যাস এর দাম, আপনার এলাকায় কত ?

বাংলা হান্ট ডেস্কঃ মাসের প্রথম দিনেই একধাক্কায় অনেকটা কমলো গ্যাসের দাম (Gas Price)। তবে তাতে সাধারণ মানুষের সরাসরি কোনো সুবিধা হল না। কারণ একবারে ১৭১.৫০ টাকা গ্যাসের দাম কমলেও তা কমেছে কেবল বাণিজ্যিক (Commercial) গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। বাণিজ্যিক ক্ষেত্রে রান্নার কাজে ব্যবহৃত LPG ও শিল্পে ব্যবহৃত RSP- এই দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারের দাম পড়েছে। তবে এতে আম জনতার হেঁশেলে বা পকেটে চাপ কমল না সরাসরি।

কলকাতায় কত হল নতুন মূল্য? কলকাতায় একধাক্কায় ১৭১.৫০ টাকা কমে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের নতুন দাম গিয়ে দাঁড়াল ১,৯৬০.৫০ টাকায়। প্রসঙ্গত, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার দুয়েরই কলকাতায় বর্তমান দাম ছিল ২,১৩২ টাকা।

তবে, গ্যাসের দাম কমলেও স্বস্তি মিললো না সাধারণ খেটে খাওয়া মানুষের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম এবারও অপরিবর্তিতই থেকে গেল। ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থাকছে সেই ১,১২৯ টাকাই।

উল্লেখ্য, গত মাসেও ৮৯.৫০ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বাণিজ্যিক ক্ষেত্রে রান্নার কাজে ব্যবহৃত LPG ও শিল্পে ব্যবহৃত RSP- দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারের দামই একই সাথে পড়েছিল। তবে সেই সময়ও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক পয়সাও কমেনি। আর এবারেও তা অপরিবর্তিতই থাকল।

lpg gas

এক নজরে অন্যান্য কিছু রাজ্যে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের মূল্য: রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকা, চেন্নাইয়ে ১১১৮.৫০ টাকা, মুম্বাইয়ে ১১১২.৫ টাকা। বিহারের পটনায় তার মূল্য ১২০১ টাকা৷ ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে এই গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমলেও অনেকটা রেহাই পেতেন গৃহস্থরা। উল্লেখ্য,
গত ১ মার্চ শেষবার ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বেড়েছিল৷

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর