একধাক্কায় অনেক সস্তা রান্নার গ্যাস! ২০০ না ৪০০ টাকা ? দেখুন, আপনাকে কত কম দিতে হবে

বাংলাহান্ট ডেস্ক : সুখবর মধ্যবিত্তের জন্য। অবশেষে সরকার কমাতে চলেছে রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ জানান মোদি সরকার রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে মঙ্গলবার। অন্যদিকে, ৪০০ টাকা কমেছে উজ্জ্বলা প্রকল্পের আওতার রান্নার গ্যাসের দাম।

এক্স প্ল্যাটফর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, মোদি সরকার রাখি ও ওনাম উপলক্ষে সিদ্ধান্ত নিয়েছে রানার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর। টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মা-বোনেদের এই ‘স্নেহ উপহার’ দেওয়ার জন্য। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে আরো ৭৩ লাখ মহিলাকে।

আরোও পড়ুন : বাবা চাষি, টিউশন করে চালিয়েছেন পড়াশোনা! WBCS ক্র্যাক করে BDO হলেন মুর্শিদাবাদের মেয়ে

বর্তমানে ১,১০৩ টাকায় ১৪ কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে দিল্লিতে। মুম্বাইতে ১৪ কেজি সিলিন্ডারের দাম ১,১০২.৫০ টাকা। ডোমেস্টিক সিলিন্ডারের দাম চেন্নাইতে ১,১১৮.৫০ টাকা ও কলকাতায় ১,১২৯ টাকা। সরকারের নয়া সিদ্ধান্তের পর গ্রাহকরা এর থেকে ২০০ টাকা কমে সিলিন্ডার কিনতে পারবেন।

আরোও পড়ুন : মাস গেলে দুর্দান্ত মাইনে, গাড়ির ড্রাইভার থেকে ফ্রি’তে ঘোরা! IPS’দের সুবিধা শুনলে হাঁ হয়ে যাবেন

পিটিআই জানাচ্ছে এখন থেকে দিল্লিতে ১৪ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম হবে ৯০৩ টাকা। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ৭০৩ টাকা। গ্যাস সিলিন্ডারের দাম শেষবারের মতো বৃদ্ধি পায় গত জুলাই মাসে। সেই সময় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল ডোমেস্টিক সিলিন্ডারের দাম। 

liquified petroleum gas

তার আগে মে মাসে দুবার বাড়ানো হয় গ্যাসের দাম। আগস্ট মাসে তেল সংস্থাগুলি জ্বালানির দাম নিয়ে শুরু করে আলোচনা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯.৭৫ টাকা কমানো হয়। কিন্তু অপরিবর্তিত থাকে ডোমেস্টিক সিলিন্ডারের দাম। এরপর থেকে লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়ে মোদি সরকার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর