মাথায় হাত নীতিশ রানার, IPL 2023-এর শেষ ম্যাচ ঘরের মাঠে হলেও কোনও সমর্থন পাবে না KKR!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL 2023) এবারে কলকাতা নাইট রাইডার্সের (KKR) পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ধারাবাহিকভাবে একসময় তারা একের পর এক ম্যাচ হেরে গিয়ে টুর্নামেন্টের প্লে অফে যোগ্যতা অর্জনের আশা নিজে থেকেই কমিয়েছেন। পরে কয়েকটি ম্যাচ জিতলেও সেটা যথেষ্ট ছিল না প্লে অফে যোগ্যতা অর্জনের জন্য। খাতায় কলমে তারা এখনো আইপিএলের টিকে আছে এই নিয়ে কোন সন্দেহ নেই। তবে প্লে অফে যাওয়ার ন্যূনতম সম্ভাবনা ঢুকিয়ে বাঁচিয়ে রাখতে গেলে ২০ তারিখ তাদের নিজেদের ঘরের মাঠে আয়োজিত ম্যাচে লখনৌ সুপারজায়ান্টসকে (LSG) হারাতেই হবে।

কিন্তু ঘরের মাঠ হলেও এবার সেখানে কতটা সমর্থন পাবে কেকেআর সেই নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। লখনৌ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা ওই ম্যাচে দর্শকদের সমর্থন আদায়ের জন্য একটা মোক্ষম চাল চেলেছেন। যার জন্য ওই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বদলে দর্শকদের একটা বড় অংশ গলা ফাটাবেন ক্রুনাল পান্ডিয়াদের হয়ে।

এই মুহূর্তে মোহনবাগান ফুটবল দলের এবং। আইপিএলে লখনৌ ফ্র‍্যাঞ্চাইজির মালিক একই। এটিকে মোহনবাগান যেহেতু আইএসএল জিতেছে তাই তাদেরকে সম্মান জানাতে ক্রুনাল পান্ডিয়ারা সবুজ মেরুণ জার্সি গায়ে ইডেনে নামবেন। ইতিমধ্যেই সেই জার্সি কেমন হবে সেটা প্রকাশ করে দিয়েছে ওই ফ্র‍্যাঞ্চাইজি।

mb lsg

মোহনবাগানপ্রেমীদের কাছে একটা আবেগের সমান। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে দিয়েছেন যে পয়লা জুন মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে উঠে যাচ্ছে এবং তারা মোহনবাগান সুপার জায়ান্টস নাম নিয়ে পরবর্তী মরশুম থেকে আইএসএল খেলতে নামবে। ফলে তাদের এই একটা দিনে কেকেআরের বদলে লখনৌকে সমর্থন জানাতে খুব একটা অসুবিধা হবে না।

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জিতলে তাদের পয়েন্ট হবে ১৪। লখনৌ ইতিমধ্যেই তার থেকে এগিয়ে রয়েছে ১৫ পয়েন্ট নিয়ে। কিন্তু তাদেরও প্লে অফ ভাগ্য এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। বাকি দলের ম্যাচগুলির ফলাফলের উপর এখনও অনেক কিছু নির্ভর করছে। তাই ওই ম্যাচ অবধি যদি লখনৌয়ের প্লে অফ যাত্রা নিশ্চিত না হয় তাহলে তারা যে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে সেই নিয়ে কোন সন্দেহ নেই।।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর