নেই লোকেশ রাহুল! গম্ভীরের LSG ঘরের মাঠে আটকাতে পারবে ধোনির CSK-কে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি আইপিএলে (IPL 2023) দ্বিতীয়বার একে অপরের মুখোমুখি হতে চলেছে লাখনৌ সুপার জয়েন্ট (LSG) এবং চেন্নাই সুপার কিংস (CSK)। তাদের প্রথমবারের সাক্ষাতে রানের বন্যা বয়ে ছিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর শেষ পর্যন্ত দুই রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। কিন্তু একানা স্টেডিয়ামে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। লো স্কোরিং ম্যাচে কোন দল বাজি মারবে তা জানতে আগ্রহী হয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

এর আগে লখনৌয়ের হোম গ্রাউন্ডে যে কটি ম্যাচ হয়েছে তার প্রত্যেকটি প্রমাণিত হয়েছে লো স্কোরিং থ্রিলার। এখানের পিচ অত্যন্ত মন্থর এবং ম্যাচ যত এগোবে ততই স্পিনাররা সাহায্য পাবেন। দুই দলের হাতে বেশ কিছু ভালো স্পিনার রয়েছে। তাই টস জিতে কোন নির্দিষ্ট অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবেন, এমনটাই প্রত্যাশিত।

আজ অধিনায়ক লোকেশ রাহুল থাকছেন না মাঠে। গত ম্যাচে নিজের ডান পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব থাকবে সম্ভবত ক্রুনাল পান্ডিয়ার হাতে। তার অলরাউন্ড পারফরম্যান্সও খুবই গুরুত্বপূর্ণ আজ চেন্নাইকে আটকানোর ক্ষেত্রে। সেই সঙ্গে রবি বিশ্নই এবং অভিজ্ঞ অমিত মিশ্রর বোলিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে। চেন্নাই সুপার কিংস দলে জাদেজা ও থিকসেনার গুরুত্ব বাড়বে এমন পরিস্থিতিতে। ব্যাটারদের মধ্যে রাহানে এবং ফর্মে থাকা কনওয়ের ওপর অনেকটা নির্ভর করতে হবে তাদের।

সম্ভাব্য এলএসজি একাদশ: কুইন্টন ডি কক, কাইল মেয়ার্স, আয়ুশ বাদোনি, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিশ্নই, নবীন উল হক, অমিত মিশ্র, যশ ঠাকুর

সম্ভাব্য সিএসকে একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, অজিঙ্কা রাহানে, মঈন আলী, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মাথিশা পাথিরানা, মহেশ থিকসেনা, তুষার দেশপান্ডে, আকাশ সিং

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর