জল্পনা সত্যি, কংগ্রেস ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী! যোগ দিতে পারেন তৃণমূলে

বাংলা হান্ট ডেস্কঃ গোয়ার বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ঝটকা খেল কংগ্রেস। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) দল থেকে ইস্তফা দিলেন। সূত্র অনুযায়ী, উনি আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে পারেন।

দল থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে লুইজিনহো ফালেইরো বলেন, ‘আমি কংগ্রেসে নির্যাতিত ছিলাম। আমি চাই গোয়াবাসীদের দুঃখ শেষ হক। আমি নির্যাতিত হয়েও চুপ ছিলাম। আমিই যদি এমন আক্রান্ত হতে পারি, তাহলে ভাবুন সেই গোয়াবাসীদের কী অবস্থা যারা কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছিল।”

লুইজিনহো ফালেইরো বলেন, আসুন এই দুঃখকে শেষ করে গোয়ায় একটি নতুন সকাল আনি। আমি বয়স্ক হতে পারি, কিন্তু আমার রক্ত এখনও যৌবনের। এরপর লুইজিনহো ফালেইরো ট্যুইট করে লেখেন, আমি নাবেলিম বিধানসভার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই আমার উপর ভরসা করার জন্য। আগামী দিনেও আপনাদের থেকে এমন সমর্থন পাওয়ার আশা করছি।

২০১৯ সালে ত্রিপুরা কংগ্রেসের পর্যবেক্ষক থাকা লুইজিনহো তৃণমূলের জন্য বড়সড় হাতিয়ার হয়ে উঠতে পারেন। সূত্র অনুযায়ী, উনি গোয়ায় তৃণমূলের জন্য মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হতে পারেন। লুইজিনহো নিজের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, মমতা বিভাজনকারী শক্তির বিরুদ্ধে লড়াই করছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর