‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনবাবু কলকাতায়, আর্থিক দুরবস্থার কথা শুনে সাহয্যের আশ্বাস মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্কঃ বাইকে করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন বীরভূমের ভুবন বাদ্যকর (vuban badyakar)। সঙ্গে গাইতেন গানও। আর তাঁর সেই গাওয়া গান একদিন ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়। ব্যাস্‌, এরপর থেকেই তাঁর খ্যাতির গাড়ি চলছে গড়গড়িয়ে। এবার তাঁর গান শুনে ‘ফিদা’ হলেন মদন মিত্র (Madan Mitra)।

‘কাঁচা বাদাম’ গানে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে এখন যেন ভীষণই ব্যস্ত ভুবনবাবু। ইতিমধ্যেই স্বপ্নপূরণ করতে রেকর্ডিং করে ফেলেছেন আরও ১০ টি গান। তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন গায়িকা মাম্পি চক্রবর্তীও। তবে এবার কলকাতা পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতেও দেখা গেল তাঁকে।

357501 77f17257 45ab 4adb 834e 2031396b5727

এবিষয়ে অমল চক্রবর্তী বলেন, ‘গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে ৫ টাকা করে বাদাম বিক্রি করেন ভুবন বাদ্যকর। উনি যাতে কলকাতাতেও পরিচিত লাভ করতে পারেন, দুটো টাকা বেশি রোজগার করতে পারেন, আমি সেই চেষ্টাই করছি। মানুষ তো এখন ঠোঙায় করে বাদাম খেতে ভুলেই গেছেন। যদি মানুষের সেই অভ্যাস ফিরে আসে, তাহলে ওনারও কিছু আয় হবে। আর আমি সেই চেষ্টাই করছি’।

আবার কলকাতায় এসে বেশ ভালো লাগছে বলেই জানালেন ভুবনবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন গানও বেঁধেছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যও প্রার্থনা করেছেন ভুবন বাদ্যকর।

এবার ভুবনবাবুর গান মনে ধরে গেল ‘কালারফুল বয়’ মদন মিত্রের, দিলেন সাহায্যের আশ্বাসও। শনিবার কলকাতায় পুরভোটের প্রচারের মাঝেই রবীন্দ্র সরোবরের কাছে একটি চায়ের দোকানে মদন মিত্রের সঙ্গে সাক্ষাৎ হল ভুবনবাবুর, শোনালেন গান। সঙ্গে জানালেন নিজের আর্থিক দুরবস্থার কথাও।

সব শুনে ভুবনবাবুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মদন মিত্র। তিনি বলেন, ‘২০ হাজার টাকা দিয়ে কিছুটা সাহায্য করতে চাই ভুবনবাবুকে। আর আগামী পুরভোটের দিন প্রতিটি ওয়ার্ডের পার্টি কর্মীদের জন্য বাদাম ভাজা দেওয়ার অর্ডার দিলাম আপনাকে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর