প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূলের, কামারহাটি থেকে লড়ছেন মদন মিত্রের পুত্রবধূ

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার রাতেই রাজ্যের ১০৮ টি পুরসভায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আর তাতেই রয়েছে বড় চমক। এবার বাংলার পুরভোট যুদ্ধর ময়দানে লড়তে নামছেন মদন মিত্রর পুত্রবধূ। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে মদন পুত্র শুভরূপ পত্নীকেই প্রার্থী করেছে তৃণমূল। দলের এহেন সিদ্ধান্তে কার্যতই খুশি স্থানীয় কর্মী সমর্থক তথা বাংলাব্যাপি মদন মিত্রের অনুগামীরা।

246490619 4517947181601543 8338399950645386909 n

আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন রাজ্যের পুরসভা গুলিতে। এবার কামারহাটি বিধানসভার ১৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে লড়তে নামছেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। ছাত্রজীবন থেকেই রাজনীতির ময়দানে রয়েছেন মেঘনা। হীরালাল মজুমদার কলেজের পড়াকালীন ছাত্র রাজনীতিকে যুক্ত ছিলেন তিনি। ২০১১ সালে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসেবে ক্লাস রিপ্রেজেনটেটিভ পদে নির্বাচিতও হন মেঘনা। ২০১২ সালে হন কলেজের কালচারাল সেক্রেটারি। ২০১৭ সালে বিয়ে সারেন মদন পুত্র শুভরূপের সঙ্গে। সংসার রাজনীতি দুটোই সমান তালে সামলে এসেছেন মেঘনা মিত্র। বর্তমানে তিনি তাঁরই কলেজের পরিচালন কমিটির সদস্যা। এবার পুরভোটে সেই মেঘনাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে মাঠে নামতে প্রস্তুত রাজ্যের ঘাসফুল শিবির।

অন্যদিকে টিকিট পেয়েছেন খড়দহের প্রয়াত প্রাক্তন সাংসদ কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহাও। খড়দহ পুরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকেই লড়বেন তিনি। প্রয়াত স্বামীর ওয়ার্ডেই এবার লড়তে নামছেন নন্দিতা। একই সঙ্গে টিকিট দেওয়া হয়েছে মা ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকেও।

246332990 4517947648268163 454436127899212075 n

প্রসঙ্গত, গতকাল রাতেই প্রার্থীতালিকা ঘোষণা করে তৃণমূল। কিন্তু তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই একাধিক গড়বড় দেখা যায় তাতে। এক ব্যক্তি এক পদ নীতি মানতে চাওয়া হলেও দেখা যায় প্রার্থী তালিকায় নাম রয়েছে মহেশতলার বিধায়ক দুলাল দাসের৷ বীরভূমের স্বামী স্ত্রীর নামও একসঙ্গে উঠে আসে প্রার্থী হিসেবে। টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন অনেক নেতাই। এর কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা বাতিল করে নতুন তালিকা প্রকাশ করা হয় দলের তরফে।

মদন পুত্রবধূ কিংবা কাজল পত্নীদের প্রার্থী হিসেবে পেয়ে কার্যতই খুশি অনুগামীরা। তবে পুরভোট যুদ্ধের ময়দানে শেষ অবধি কী হতে চলেছে তাঁদের ভবিতব্য, সে দিকেউ তাকিয়ে রাজ্যবাসী।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর