রাজ্যের আগামী পুরভোটে গোহারান হারবে তৃণমূল: মদন মিত্র, তৃণমূল নেতা

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রায় শতাধিক পুরসভায় পুরভোট হবে৷ সেই পুরভোটে নাকি তৃণমূল গো হারান হারবে, ঠিক এই ভাষাতেই বললেন তৃণমূল নেতা মদন মিত্র৷ কথাতেই আছে যে পাতে খায় সেই পাতি ফুটো করে৷ ঠিক তেমনই কোনও বাম কংগ্রেস বা বিজেপি শিবির থেকে নয় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মদন মিত্র নিজের দলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন৷850061 madan mitra new

কার্যত নিজেই নিজের দলকে অভিশাপ দিলেন, তবে শুধুমাত্র কথাটি বলেই ক্ষান্ত থাকেননি কী কারণে এমনটা হবে তার ব্যাখ্যাও দিয়েছেন৷ আর এই কারণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন মদন মিত্র৷ আসলে তাঁর মতে বর্তমানে রাজ্য সরকার এবং তৃণমূল পুলিশ প্রশাসন দ্বারা পরিচালিত হচ্ছে তাই যে ভাবে পুলিশকে ব্যবহার করে গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল জিতেছিল ঠিক একই ভাবে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বুদ্ধিতার জন্য দল হারবে৷

একই সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র জানিয়েছেন পুরসভা ভোটে একটিও পুরসভা দখল করতে পারবে না তৃণমূল৷ সম্প্রতি মদন মিত্রের এ হেন মন্তব্য এবং স্বীকারোক্তি জাতীয় সংবাদমাধ্যম রিপাবলিক টিভিতে ফাঁস হয়েছে৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মদন মিত্রের কাছ থেকে এ হেন মন্তব্য দলবদলের সংকেত নয় তো? এই নিয়েও কিন্তু জোর জল্পনা উঠেছে৷ যদিও মদন মিত্র বলেছেন তৃণমূলে তিনি ছিলেন আছেন এবং থাকবেন৷ তবে আগামী বছর এপ্রিল মে নাগাদ পুরভোটে মদন মিত্রের চ্যালেঞ্জ কতটা সত্যি হয় তা দেখা সময়ের অপেক্ষা৷

সম্পর্কিত খবর