জুন মাসে হচ্ছেনা মাধ্যমিক উচ্চমাধ্যমিক, জানালেন রাজ্যের মুখ্যসচিব

বাংলা হান্ট ডেস্কঃ মোটামুটিভাবে আশঙ্কা ছিলই, এবার তা স্পষ্ট বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। রাজ্য যেভাবে রোজই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। প্রতিদিনই যেখানে প্রায় আক্রান্ত হচ্ছেন কুড়ি হাজারেরও বেশি মানুষ। সেই অবস্থায় ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে সম্ভব মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল, ১ জুন থেকে কোনভাবেই মাধ্যমিক পরীক্ষা শুরু করা প্রায় অসম্ভব। এদিন সে ব্যাপারে নিশ্চিত পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এদিন নবান্নে স্কুল শিক্ষা সচিব মনিশ জৈনের উপস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে জুন মাসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষাই হবে না।”

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিধানসভা নির্বাচন ও করোনার ভয়াবহতার কারণে পিছিয়ে গিয়েছিল সময় মাফিক মাধ্যমিক পরীক্ষা। মোটামুটি ভাবে ১ জুন থেকে তা শুরু করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বর্তমানে যেভাবে দেশ ও রাজ্যের থাবা বসিয়েছে পরনার দ্বিতীয় ঢেউ, তাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে পরীক্ষার আয়োজন করা কোনভাবেই সম্ভব নয়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিবছর অংশগ্রহণ করে প্রায় দশ লক্ষ ছাত্র ছাত্রী। তাদের জীবন এক ধাক্কায় হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ। আজ মুখ্যসচিব আরো জানান, পরীক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে শিক্ষা দপ্তর। পরীক্ষার সূচি এবং অন্যান্য সমস্ত কিছুই জানানো হবে পরবর্তীকালে। কিন্তু এই অবস্থায় কোন ঝুঁকি নিতে চায় না রাজ্য সরকার। তিনি বলেন, “শিক্ষা দফতর সংশ্লিষ্ট পর্ষদ, বোর্ড, সংসদের সঙ্গে কথা বলে যথার্থ সময় যথাসাধ্য প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ”

গত বছর মাধ্যমিক পরীক্ষা কোন ভাবে সম্পূর্ণ হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ঘোষিত হয় লকডাউন। যার ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল ছাত্র-ছাত্রীদের। এ বছর শুরু থেকেই চলছে সমস্যা। তেমনভাবে স্কুল শুরু না হওয়ায় অনলাইনে প্রস্তুতি নিতে অনেকটাই বাধার সম্মুখীন হতে হয়েছে পড়ুয়াদের। তাই মুখ্য সচিব আশ্বস্ত করলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না পড়ুয়া এবং অভিভাবকরা। কারণ বারবার পরীক্ষা পিছিয়ে গেলে পিছিয়ে যাবে ছাত্র-ছাত্রীদের আগামী পদক্ষেপ। বাধা পড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রেও। এখন আগামী দিনে এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় মধ্যশিক্ষা পর্ষদ সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সকলে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর