বিশ্বে প্রথম গোরুদের মন্ত্রীসভার বৈঠক! আশ্চর্য কান্ড মধ্যপ্রদেশ সরকারের

সারা বিশ্বে নানা প্রাণীকে সংরক্ষণের জন্য প্রকল্প রয়েছে। হাতি, গন্ডার, বাঘ, সিংহ, কুমীরের মতো প্রাণীরা যাতে পৃথিবী থেকে বিলুপ্ত না হয়ে যায় তাই এই ধরনের প্রকল্পগুলি নেওয়া হয়ে থাকে। কিন্তু গোরুদের জন্য তেমন কোনো প্রকল্প এতোদিন ছিল না। বিশ্বকে চমকে দিয়ে প্রথমবারের মতো গো ক্যাবিনেট গঠন করেছিল মধ্যপ্রদেশ। তারই মন্ত্রীসভার বৈঠক হলো গতকাল।

images 2020 11 23T184710.665

মধ্যপ্রদেশের এই মন্ত্রীসভায় রয়েছে ৬ টি মন্ত্রনালয় ।পশুপালন, বন, পঞ্চায়েত, কৃষি, স্বরাষ্ট্র ও অর্থ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ঘোষনা অনুযায়ী গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণের বিষয়টি দেখবে এই নবগঠিত মন্ত্রী সভা। তিনি নিজেই আছেন এই মন্ত্রী সভার নেতৃত্বে। গো রক্ষাই এই মন্ত্রী সভার উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।

এই মন্ত্রীসভার বৈঠকে মধ্যপ্রদেশ জুড়ে গোশালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই বিশাল কর্ম যজ্ঞে টাকা আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, গো মাতা রক্ষার এই কল্যাণ সাধনের জন্য জনতার ওপর বসতে পারে ‘সামান্য’ কর। সব মিলিয়ে মধ্য প্রদেশে অদূর ভবিষ্যতে সাধারণ মানুষকে গোরুর জন্য কর দিতে হতে পারে।

গোরু এই মুহুর্তে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। সারাদেশের বিভিন্ন অঞ্চলেই গোরুকে ঘিরে রাজনীতি চলছে। সেই রাজনীতিতে যাতে পিছিয়ে পড়তে না হয় তাই এই সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের। তবে এই গো ক্যাবিনেট ভোট বাক্সে কী প্রতিফলন ফেলবে তা সময়ই বলবে।

 

সম্পর্কিত খবর