নয়া রেকর্ড মাদ্রাজ IIT-র, ২৫ জন পড়ুয়াকে একই দিনে কোটি টাকার চাকরি অফার

বাংলাহান্ট ডেস্ক : মাদ্রাজ আইআইটির (Indian Institute Of Technology–Madras (IIT–Madras)) ২৫ জন পড়ুয়া একই দিনে এক কোটি টাকার প্যাকেজের চাকরি পেলেন। এই পড়ুয়াদের মধ্যে ১৫ জনই বিদেশি সংস্থায় চাকরি পেয়েছেন। জানা গিয়েছে প্লেসমেন্টের প্রথম দিনেই চাকরি পেয়েছেন ৪৪৫ জন পড়ুয়া। এত পরিমাণ পড়ুয়ার একই দিনে চাকরি মাদ্রাজ আইআইটির ইতিহাসে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর ফলে ১০% বেড়ে গিয়েছে গত বছরের তুলনায় এই বছর চাকরি পাওয়ার হার।

মাদ্রাজ আইআইটি গত বৃহস্পতিবার থেকে শুরু করেছে প্লেসমেন্ট ড্রাইভ। মাদ্রাজ আইআইটি কর্তৃপক্ষ থেকে জানা গেছে, চাকরির জন্য আবেদন করেছিলেন মোট ১৭২২ জন পড়ুয়া। তবে প্রত্যেককে চাকরি দেওয়া সম্ভব নয়। বিভিন্ন সংস্থা সেরা ৭৭২ জন পড়ুয়াকে এখান থেকে বেছে নেবে। ৩৩১ টি সংস্থা কর্মী নেওয়ার জন্য এই বছর আবেদন করেছিল মাদ্রাজ আইআইটিতে।

এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ফ্লিপকার্ট, বাজাজ অটোর মত বিখ্যাত সংস্থাগুলি। মাইক্রোসফট, টেক্সাস ইন্সট্রুমেন্টের এর মত বিদেশী সংস্থাগুলিও আগ্রহ দেখিয়েছে কর্মী নেওয়ার জন্য। সরকারি সংস্থাগুলির মধ্যে রয়েছে ওএনজিসি ও সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলেম্যাটিক্স। এই প্লেসমেন্ট ড্রাইভ চলবে আগামী ৭ই ডিসেম্বর পর্যন্ত।

Madras iit

কর্তৃপক্ষ আশা করছে, তাদের প্রাক্তনীরা বাকি আসন গুলিতেও মোটা বেতনের চাকরি পাবেন। মাদ্রাজ আইআইটির প্লেসমেন্ট শাখার উপদেষ্টা অধ্যাপক সাথিয়ান সুব্বিয়াহ জানিয়েছেন, “খুব ভালো ইন্টারভিউ দিচ্ছে আমাদের পড়ুয়ারা। বড় বড় সংখ্যায় মোটা বেতনের চাকরি পাওয়ায় আমরা শিক্ষক হিসেবে খুবই গর্বিত।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর