“ধর্মের ভিত্তিতে নিয়োগ নয় মাদ্রাসায়” সুপ্রিম রায়কে বুড়ো আঙ্গুল,অবাধে নিয়োগ! অভিযোগ নিরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

বাংলা হান্ট ডেস্কঃ  সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দেশের একাধিক গুরুত্বপূর্ণ মামলার। সুপ্রিম কোর্টের রায় দিয়েছে নির্দিষ্ট যুক্তি নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সংবিধানের ধারা কে সামনে রেখে। দেশের একাধিক মামলার সেই রায় এ এক পক্ষ খুশি হলেও অন্য পক্ষে হয়তো খুশির হাওয়া বইছে। কিন্তু তাকে লংঘন করে কেউই কখনো ভারতের সংবিধানকে অমর্যাদা করেনি। কিন্তু এবার পশ্চিমবঙ্গের ইতিহাসে এক বিরল ঘটনার সাক্ষী মাদ্রাসা গুলোতে। নিয়োগের ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে বহুদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে মামলা।

হাইকোর্টে কমিটি পক্ষে রায় দিলেও সেই মামলাকে পুনরায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইযহারুল হক মণ্ডলের নেতৃত্বে ফোরাম। আর তাদের দৌলতে কয়েক হাজার বেকার যুবক-যুবতী তাদের মেধা দিয়ে জয়েন করে মাদ্রাসাগুলিতে। মাদ্রাসাগুলোতে শিক্ষার আলো কিছুটা হলেও ত্বরান্বিত হয়। কিন্তু সেই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয় চলতি বছরের প্রথমে।

IMG 20200122 WA0001

সুপ্রিম কোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে সমস্ত রকম নিয়োগের অধিকার দেয়। কিন্তু মাইনোরিটি স্ট্যাটাস কে কোন রকম ভাবেই ক্ষুন্ন করেনি। যার ফলে আশায় বুক বাঁধতে থাকে একাধিক শিক্ষা প্রেমী মানুষ ও বেকার যুবক-যুবতীদের অনেকাংশ। কারণ কমিশনের বকেয়া কাজ ট্রানস্ফার, ডাই-ইন হার্নেস, শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক নিয়োগ বিষয়গুলি খুব দ্রুত শেষ করবার জন্য।

কিন্তু এর মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। দেখা যায় একাধিক মাদ্রাসা থেকে আসছে এক চাঞ্চল্যকর অভিযোগ। সেইসব মাদ্রাসায় নাকি ব্যাকডেটেড তারিখ দিয়ে কমিটি নিয়োগ করছে। আর এই নিয়োগ নিয়ে সংবাদপত্র থেকে আরম্ভ করে জনমানুষের শুরু হয়েছে তুমুল আলোচনা। এর পিছনে কি রয়েছে অভিসন্ধি? লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে মেধা? প্রশ্ন উঠছে বুদ্ধিজীবি মহল থেকে আরম্ভ করে সমস্ত নাগরিকগণের মধ্যে।

কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। যেখানে রাজ্যের সংখ্যালঘু মন্ত্রীর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার নাকের ডগায় কিভাবে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এভাবে অনৈতিক কাজ করে মাদ্রাসাগুলো নিজেদের ভবিষ্যতের জায়গাটাকে নষ্ট করে ফেলছে। মাদ্রাসাগুলো থেকে একের পর এক মেধাবী ছাত্র দেশের মুখ উজ্জ্বল করেছে। সেখানে এমন ধরনের গোরা পচানো রীতিনীতি কিভাবে শিক্ষার মূল কাঠামোকে বাস্তবের আঙিনায় নিয়ে আসবে!

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর