‘তৃনমূল ও বিজেপি এই দুটি দলকে আমরা শান্তিতে ঘুমতে দেব না,’ রাজ্য সম্পাদক হয়েই আক্রমণ সেলিমের

সদ্য সিপিএম দল পশ্চিমবঙ্গে তাদের রাজ্য কমিটিতে বড়োসড়ো পরিবর্তন এনেছে। রাজ্য কমিটি এর আমূল পরিবর্তন ঘটিয়ে সেই কমিটিতে 30% স্থানে নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। ফলে স্বভাবতই বয়স্ক বেশিরভাগ নেতাদের বাতিলের খাতায় রেখেছে সিপিএম দল।এবং রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মোঃ সেলিমকে।

সিপিএম দলের মধ্যে দলে যেসব বয়স্ক নেতারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবার থেকে কাজে লাগাবে দল। রাজ্য কমিটির সম্পাদক এর দায়িত্ব নেওয়ার পর মোঃ সেলিম এক যোগে তৃণমূল-বিজেপি এই দুটি দলকে আক্রমণ করেছেন। মানুষের ঘুম উড়িয়ে দেওয়ার কারণে তারাও যে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই দুই দলের রাতের ঘুম কেড়ে নেবে সে বিষয়ে স্পষ্ট জানান তিনি। শুধু তাই নয়, নতুন মুখের উপরে ভরসাও দেখিয়েছেন তিনি।

এই প্রবীণ নেতা দায়িত্ব পাওয়ার পর বিজেপি ‘সেলিম মুসলিম হওয়ায় সম্পাদক এর গদি লাভ’ দিকটি তুলে ধরলেও সেলিম তাতে পাত্তা দিতে নারাজ। তার মতে, বিজেপি দলের স্বভাব হলো হিন্দু মুসলিম ধর্ম নিয়ে ছেলেখেলা করা। সেলিম বলেন, কেরলে তারা বিজেপি দলের দ্বারা ধর্ম নিয়ে ছেলেখেলাকে রুখে দিয়েছিল কারণ তারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে লড়াই করে। ফলে বাংলাতেও যে দলের সদস্য এবং কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তিনি দিয়েছেন তা বলা যায়।

jpg 20220318 131442 0000

তিনি বলেন, “বামেরা সাধারণ মানুষের দাবি এবং অভাব-অনটন নিয়ে আন্দোলন করবে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বর্তমানে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। রাজ্যে খুন ও সন্ত্রাস বেড়ে গিয়েছে। বিজেপি ও তৃণমূল মিলে সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে। মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে সে জন্য আমরা এদের ঘুম কেড়ে নেব আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে।’

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর