গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ মহারাষ্ট্রের এনসিপি নেতা সঞ্জয় সিন্দে, শোকের ছায়া রাজনৈতিক মহলে

Bangla Hunt Desk: একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র (maharashtra)। মুম্বাই-আগ্রা হাইওয়ের পিম্পলগাঁও বাসওয়ান টোল প্লাজার কাছেই ঘটে একটি গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। পরবর্তীতে জানা যায় ভস্মীভূত গাড়িতে ছিলেন এনসিপি নেতা সঞ্জয় শিন্দে (sanjay shinde)।

ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাসিকের পিম্পলগাঁও বসন্ত টোলপ্লাজার কাছে আসতেই শর্ট শার্কিট থেকে গাড়িটিতে আগুন ধরে যায়। সঞ্জয় শিন্দের বিদেশে আঙুর রপ্তানির ব্যবসা ছিল। আঙুর খেতের জন্য কীটনাশক কিনতে তিনি পিম্পলগাঁও যাচ্ছিলেন। সেখানে কাভাডা নদীর কাছে একটি ওভার ব্রিজের কাছে আসতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।

gari 5

সাহাযার্থে এগিয়ে আসে স্থানীয়রা
জ্বলন্ত গাড়ি থেকে আশেপাশের লোকজন ছুটে আছে। তারা অনেক চেষ্টা করে গাড়ির মধ্যে থেকে সঞ্জয় শিন্দেকে বাঁচানোর। কিন্তু গাড়ি ভেতর থেকে লক থাকায় অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয় না। ফায়ার ব্রিগেড এলে, আগুন নিয়ন্ত্রণে আনার পর গাড়ির মধ্যে থেকে লাশ শনাক্ত করা হয়। প্রথমে বুঝতে না পারলেও, পরবর্তীতে জানা যায় গাড়ির ভিতর ছিলেন এনসিপি নেতা সঞ্জয় শিন্দে।

রাজনৈতিক মহলে শোকের ছায়া
ধারণা করা হচ্ছে, শর্ট শার্কিট থেকেই আগুনের ফুলকি গাড়িতে লাগে। সঞ্জয় শিন্দের গাড়িতে হ্যান্ড স্যানেটাইজার থাকায়, তা থেকে আগুন ছড়িয়ে আরও ভয়াবহ আকার ধারণ করে। তিনি অনেক চেষ্টা করেও, গাড়ির লক খুলতে পারে না। তবে জানলা ভেঙ্গে ফেললেও অনেক দেরি হয়ে যায়। এনসিপি নেতা সঞ্জয় সিন্দের অকাল মর্মান্তিক মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর