ক্রিকেট ছেড়ে এই মুহূর্তে পেঁপে এবং তরমুজ চাষে মন দিয়েছেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই মুহূর্তে ক্রিকেট থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ক্রিকেট না খেলে তিনি এখন কি করছেন অবসর সময়ে সেটা কারোরই অজানা নেই, কারণ ধোনিকে কখনো দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর ডিউটিতে, আবার কখনো দেখা যায় বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছেন ছুটির মেজাজে, তো আবার কখনো দেখা যায় বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। তবে এসবের মাঝেও একটি গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন ধোনি, সেটা হল চাষবাস, হ্যাঁ ঠিকই শুনেছেন অবসর সময় চাষবাসের কাজে লাগাচ্ছেন ধোনি।

2019 সালে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও তিনি দেশের জার্সি গায়ে মাঠে নামেননি। তারপর থেকে ভারত ঘরের মাঠে এবং বিদেশে একের পর এক সিরিজ খেলে চলেছেন। কিন্তু সেই সমস্ত সিরিজে অংশগ্রহণ করেননি মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? কিন্তু সেই ব্যাপারে কোনো সঠিক খবর পাওয়া যায়নি।

msdhonifarme1 202002377750

ধোনির অবসরের জল্পনার মাঝে চেন্নাই সুপার কিংস এর তরফ খবর এসেছে আগামী মার্চ মাসের শুরুতেই মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএল শুরুর আগে ধোনিকে পাওয়া গেল এক অন্য ভূমিকায়, ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ধোনি সেখানে দেখা গিয়েছে ধোনি রাঁচিতে চাষের কাজ করছেন এবং সেই ভিডিও পোস্ট করে ধোনি লিখেছেন কুড়ি দিনের পেঁপে চাষে ভাল ফলন পাওয়ায় এবার আমি তরমুজ চাষ করার ব্যাপারেও ভাবনাচিন্তা শুরু করেছে। প্রথমবার এমন কাজ করছি তাই আমি খুবই উৎসাহিত।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর