বাংলায় ছুটবে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস, এই রুটগুলিতে ভারতের অত্যাধুনিক ট্রেন চালাবে রেল

বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেল (Indian Railways) ব্যবস্থায় বন্দে ভারত এক্সপ্রেস এক অনন্য নজির। প্রযুক্তিগত দিক থেকে হোক, কিংবা যাত্রী স্বাচ্ছন্দ, সবদিক থেকেই বিশ্বের আধুনিক ট্রেন গুলিকে প্রতিযোগিতায় ফেলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির “মেক ইন ইন্ডিয়া” স্বপ্ন সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে এই এক্সপ্রেস ট্রেন। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রুটে এই ট্রেন চলাচলও করছে।

চলতি বছর দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন আগামী ২০২৩ সালের ১৫ ই আগস্ট এর মধ্যে সারা ভারত জুড়ে চলবে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে সার্থক করার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু করা হচ্ছে এই ট্রেনের যাত্রা।

বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয় দিল্লি-বারাণসী থেকে। এরপর ধীরে ধীরে গুজরাট ও হিমাচল প্রদেশে এই ট্রেন চালানো হয়। এবার এই ট্রেনের সুযোগ-সুবিধা পেতে চলেছেন পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের নাগরিকরা। রেল মন্ত্রকের পক্ষ থেকে অন্তত ৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কথা জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে কোন কোন রুটে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস? সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, প্রস্তাবিত রুট গুলির মধ্যে রয়েছে: হাওড়া – রাঁচী, হাওড়া – ভুবনেশ্বর, হাওড়া – ঝড়সুগুদা, হাওড়া – পাটনা ও হাওড়া/ শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি।

Vande Bharat 1

রেল দপ্তরের এক উচ্চ পদস্থ কর্তা জানিয়েছেন, পর্যটক ও ব্যবসায়ীদের সময় বাঁচানোর কথা মাথায় রেখেই এই পরিষেবা। এছাড়াও এই রুটগুলিতে বিমান পরিষেবার থেকে কম মূল্যে ট্রেন পরিষেবা পাওয়া যাবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর