রথের আগেই পুরীর জগন্নাথ মন্দিরে বড়সড় দুর্ঘটনা! আহত দুই সেবাইত, ভক্তদের মনে উদ্বেগের ঝড়

বাংলাহান্ট ডেস্ক : ফের বড়সড় দুর্ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Temple)। ভোগের ডাল চলকে গিয়ে পড়ল দুই সেবাইতের গায়ে। দুর্ঘটনাটি ঘটেছে মন্দির এর কাছের ভোগ বিতরণ চত্বরে। জানা গিয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন। এই ঘটনায় আহত হয়েছেন মন্দিরের দুইজন সেবাইত। এনারা মন্দিরে ভোগ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেন।

জানা গিয়েছে মন্দির চত্বরের মেঝেতে জল পড়েছিল। ভোগ নিয়ে যাওয়ার সময় এই দুইজনের পা পিছলে যায় মেঝের জলে। এরপর তারা পড়ে যান। সেই সময় গরম ভোগের ডাল তাদের গায়ে এসে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে এই দুইজনের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।

আহতদের ভর্তি করা হয়েছে পুরী সদর হাসপাতালে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহত দুই ব্যক্তির নাম প্রদীপকুমার সাহু এবং পাপী প্রধান। আহতদের একজন ওড়িশার ব্রহ্মগিরির ও অপরজন তালাজঙের বাসিন্দা। মন্দিরের বোঝিয়া সেবাইতদের সংগঠন ‘বোঝাবাহক সঙ্ঘের’ সভাপতি রোহিত দাস এই দুর্ঘটনা সম্বন্ধে বর্ণনা দিয়েছেন।

তিনি বলেছেন, “ভোগ মন্ডপের ওই রাস্তা সারাদিন জল পড়ে পিচ্ছিল হয়ে থাকে। আমরা খুব সাবধানে ওই রাস্তায় চলাচল করি। আমাদের মাথায় যদি প্রসাদ থাকে তাহলে আরো সাবধানে চলাচল করি। অত্যন্ত সতর্কভাবে কাজ করি আমরা। কিন্তু অনেক সময় কিছু করার থাকে না। ঘটে যায় দুর্ঘটনা। এর আগেও এরকম দুর্ঘটনা ঘটেছে।”

4185b puri jagannath temple puri odisha

 

অনেকে অভিযোগ তুলে বলেছেন, মন্দিরের ওই রাস্তাটি সারাদিন পিচ্ছিল থাকে। এর আগে বহু এই ধরনের ঘটনা ঘটেছে। বিশেষ করে যারা ভোগ বা প্রসাদ নিয়ে ওই রাস্তা দিয়ে যান তাদের সাথে এই দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মন্দির কর্তৃপক্ষ নিয়ম বদলায়নি। এমনকি ওই বিপদজনক পথটি রক্ষণাবেক্ষণ করার উদ্যোগ নেয়নি মন্দির কর্তৃপক্ষ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর