রাজ্যে কাজ নেই, পাঞ্জাবে মৃত্যু বাংলার শ্রমিকের, দেহ ফেরাতে জমি বন্ধক দিল পরিবার

বাংলা হান্ট ডেস্ক : দু বেলা দু মুঠো অন্নের খোঁজে পাঞ্জাব (Punjab) পাড়ি দিয়েছিলেন বাংলার (West Bengal) ইলিয়াস আলী (৫০) (Ilias Ali)। তবে কে জানত যে সেটাই ছিল তার শেষ যাত্রা। জীবনের পড়ন্ত বেলায় এসে ভিনদেশে পাড়ি‌ দিয়েছিলেন তিনি। সেখানেই নিভল তাঁর জীবনপ্রদীপ। এবং এই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ হাতে পাওয়ার জন্য নিজেদের শেষ সম্বল ১৬ কাঠা জমি বন্দক দিতে হল তার পরিবারকে। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য।

সূত্রের খবর, দিন মজুরের কাজ করতেন চাঁচল ১ নং ব্লকের ধঞ্জনা গ্রামের বাসিন্দা ইলিয়াস আলী। দিনে দিনে কমতে থাকে কাজ। না আছে এলাকায় কাজ আর না কাজ আছে রাজ্যে। সেই কারণেই পাঞ্জাবে পাড়ি দিয়েছিলেন তিনি। কথা ছিল সেখানকার একটি রাইস মিলে কাজে যোগ দেবেন তিনি। তবে সব ভাবনাই সার হল। পাঞ্জাব পৌঁছাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইলিয়াস।

সতীর্থরা তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তাকে। অস্ত্রপচারও হয়েছিল বলে খবর। তবুও বাঁচানো যায়নি। এরপরেই ঘটে আরেক বিপত্তি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা বাবদ সাত দিনের খরচ বাকি আছে। সেই খরচ না মেটালে মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হবেনা। আর তাতেই সর্বস্বান্ত হয়ে যায় বাংলার এই দিন দুঃখি পরিবার।

একে তো মৃত্যুর খবর তার উপর বকেয়া বিল মেটাতে গিয়ে মাথায় বাজ পড়ে ইলিয়াস আলীর পরিবারের মাথায়। কোনও উপায় না দেখে মাত্র ৭০ হাজার টাকার বিনিময়ে ১৬ কাঠা জমি বন্দক দিয়ে ইলিয়াসের দেহ ফেরানোর ব্যবস্থা করেন তাঁর অসহায় স্ত্রী। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিল ইলিয়াস। তার দিকেই তাকিয়ে ছিল তার স্ত্রী দুই নাবালক ছেলে এবং এক যুবতী মেয়ে।

ঘটনাপ্রসঙ্গে ইলিয়াসের প্রতিবেশীরা জানিয়েছেন, ‘এলাকায় কাজ নেই বলেই তো বাইরে যেতে হয়েছে।কিন্তু সেখানে গিয়ে এই করুণ পরিণতি।জনপ্রতিনিধি বা প্রশাসন কোনও সাহায্য করল না। শেষ সম্বলটুকুও চলে গেল।’ প্রতিবেশীরা জানাচ্ছে, এমন পরিস্থিতিতে সরকারের তরফ থেকে কোনও সাহায্য না এলে এই পরিবারটি পথে ভেসে যাবে। এদিকে মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, এলাকার বিডিও বিষয়টি দেখছেন। পাশাপাশি সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর