৫লক্ষ মানুষের কর্মসমস্থান হবে ঃ মমতা

বাংলাHunt :আজ বানতলা চর্মশিল্পের নতুন প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমরা বিশ্ববাংলা কনভেনশন সেন্টার ঘোষণা করেছিল দু লক্ষ মানুষের কর্মসংস্থান হবে কিন্তু বাস্তবে আমরা পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান করতে পেরেছি।

আগামী দিন এখানে প্রচুর মানুষ কাজ পাবে বলে আশাবাদী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০ কোটি টাকা খরচ করে চর্মশিল্প গড়ে তোলা হচ্ছে। এখন দেখার বিষয় কবে থেকে এই কর্মসংস্থান হবে। সেই দিকে তাকিয়ে সাধারণ কর্মহীন মানুষ।

dq7eab7o mamata banerjee pti 625x300 17 July 19বাংলায় আমার বিনিয়োগ হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং আরও বিভিন্ন জেলায় তৈরি করা হবে চর্ম শিল্প বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর