বাংলা হান্ট ডেস্কঃ এনডিএ ভার্সাস ইন্ডিয়া! এই নিয়েই এখন তোলপাড় গোটা দেশে। গত সপ্তাহে বেঙ্গালুরুর দ্বিতীয় বৈঠকে মোদী বিরোধী জোটের নাম ঠিক হয় ‘ইন্ডিয়া’ (INDIA)। তারপর থেকে এই নাম নিয়েই তুঙ্গে শোরগোল। ওদিকে মঙ্গলবার সকালে সংসদ ভবনে বিজেপি সংসদীয় দলের বৈঠক মোদী (PM Narendra Modi) নিষিদ্ধ দুই কট্টরপন্থী গোষ্ঠী সংগঠন ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ এবং ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তুলনা করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র প্রসঙ্গও তুলে আনেন।
প্রধানমন্ত্রীর যুক্তি, ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেও ইন্ডিয়া শব্দটি ছিল৷ তবে এরা সকলেই দেশের পক্ষে ক্ষতিকারক৷ ‘ইন্ডিয়া’কে ঠিক এ ভাবেই কটাক্ষ করেন মোদী। প্রধানমন্ত্রীর এই খোঁচার পরই তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে বিরোধী জোটের নেতারা। একে একে জবাব দেন মমতা, রাহুল।
মোদীর আক্রমণের প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাল্টা বলেন, ‘প্রধানমন্ত্রী ইন্ডিয়া নাম গ্রহণ করেছেন৷ তার জন্য তাকে ধন্যবাদ৷ ইন্ডিয়ান টিম যখন খেলতে নামে তখন কেউ তাদের মুজাহিদিন বলেন? ইন্ডিয়া নামের সঙ্গে যত বাজে বাজে কথা বলবেন, ততই ইন্ডিয়া জনপ্রিয়তা পাবে৷’
প্রসঙ্গত, গত ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠক হয়। সেই বৈঠকের পরই জোটের নাম ঘোষণা করা হয়। সূত্রের খবর, ‘ইন্ডিয়া’ নামটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। মমতার দেওয়া নামই সকলের পছন্দ হয় বলে খবর মেলে।
অন্যদিকে, জোটের অন্যতম মুখ কং নেতা রাহুল গাঁধিও প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিয়ে ট্যুইটে লেখেন, ‘আমাদের আপনি যা ইচ্ছে বলুন মিস্টার মোদি৷ কিন্তু আমরা ইন্ডিয়া৷ আমরা মণিপুরের যন্ত্রণা লাঘব করার পাশাপাশি প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মুছে দেব৷ আমরা ভারতের সব মানুষের জন্য ভালবাসা এবং শান্তি ফিরিয়ে আনব৷ যে ভাবনা নিয়ে ভারতবর্ষ, তা আমরা মণিপুরে পুনরায় প্রতিষ্ঠা করব৷’