নাম না নিয়েই সিন্ডিকেট বন্ধ করার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘স্বীকার করল” বলে কটাক্ষ বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ তোলাবাজি আর সিন্ডিকেট রাজ নিয়ে বরাবরই বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে থাকে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় ক্ষমতায় এলে সিন্ডিকেট রাজ শেষ করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও, বিজেপি ক্ষমতায় আসেনি। আর এবার কলকাতা পুরভোটের প্রচারে বেরিয়ে ঘুরপথে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার ফুলবাগান মোড়ের সভা থেকে সিন্ডিকেট রাজের কথা উল্লেখ না করে ঘুরপথে সিন্ডিকেট রাজ নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ বাড়ি করতে চাইলে নির্দিষ্ট কারও থেকে সরঞ্জাম নিতে হবে, সেটা চলবে না। তাঁর যেখান থেকে খুশি, সেখান থেকেই সরঞ্জাম কিনবেন।” মুখ্যমন্ত্রী এও বলেন যে, বাড়ি তৈরির অনুমোদনের জন্য টাকা চাওয়া যাবে না। আর এই টাকা চাওয়া বন্ধ করতে সবকিছু অনলাইনের বন্দোবস্ত করার কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী এও বলেন যে, বাড়ি তৈরির অনুমোদন পেতে আবেদন করতে হবে আর সাত দিনের মধ্যে সেই অনুমোদন পাশ হবে। এরজন্য কারও কাছে যাওয়ার দরকার নেই।

মুখ্যমন্ত্রীর এই বয়ানের পর বিজেপির প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপি কটাক্ষ করে বলেছে যে, ফুলবাগানের সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট হল যে, ওনার দলের নেতারা বাড়ির অনুমোদন দেওয়ার জন্য টাকা তোলেন। টাকা না দিলে অনুমোদন নয়, সেটা তিনি ঘুরপথে স্বীকার করেই নিলেন। এছাড়াও উনি এও স্বীকার করে নিলেন যে, বাংলায় সিন্ডিকেট রাজ চলছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর