‘দুর্নীতিগ্রস্ত একজন রাজ্যপাল উনি’- জগদীপ ধনখড় প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির

বাংলাহান্ট ডেস্কঃ সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে টেনে আনলেন পুরনো ঘটনাও। পাশাপাশি উত্তরবঙ্গ যাওয়া নিয়ে, কড়া ভাষায় সমালোচনার করলেন রাজ্যপালের।

প্রথম থেকেই রাজ্য- রাজ্যপাল সংঘাত তুঙ্গে রয়েছে। তারপর একুশের নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে সেই সংঘাত যেন আরও বেড়ে গিয়েছে। এবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরে আরও বিস্ফোরক ভাবে তৃণমূল শিবিরকে আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যপালের মন্তব্যের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Jagdeep Dhankhar pti 1574350890

রাজ্যপাল অভিযোগ করেছিলেন, ‘জিটিএতে কোটি কোটি টাকার দুর্নীতি করা হচ্ছে, দুর্নীতির আখারা হয়ে উঠেছে ওখানে। অডিটও হয়নি বহুদিন ধরে। পাশাপাশি জিটিএ গঠনের কোন উদ্দেশ্যই সফল হয়নি। উন্নয়নের কোন চিহ্ন নেই পাহাড়ের মানুষের মধ্যে। স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে জিটিএতে। সেই কারণে CAG-কে দিয়ে অডিট করাবার সিদ্ধান্ত নিয়েছি’।

সোমবার সাংবাদিক বৈঠকে বিধি নিষেধের সময়সীমা বৃদ্ধি করে আগামী ১৫ ই জুলাই পর্যন্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই রাজ্যপালের করা অভিযোগের জবাব দিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যপালকে। তিনি বলেন, ‘এমন রাজ্যপাল কিন্তু আগে কখনও দেখিনি। দুর্নীতিগ্রস্ত একজন রাজ্যপাল উনি। হাওয়ালা কাণ্ডের চার্জশিটে তাঁর নাম থাকার পরও, কেন্দ্র কেন রেখেছে তাঁকে?’

1621903414 mamata raj

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এখন কেন হঠাৎ উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল? জেনে বুঝেই অশান্তি ছড়াতে গিয়েছেন ওখানে। উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উস্কানি দিতেই তিনি সেখানে গিয়েছিলেন। আগেই রাজ্যপালের অপসারণ চেয়ে ৩ টে চিঠি দিয়েছিলাম। কিন্তু এখনও কোন কাজ হল না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর