আমি থাকতে কেও অসহায় নয়, কঠিন সময়ে আমি সাথে আছি: টুইট মমতা ব্যানার্জীর

করোনা নিয়ে শুরু থেকেই মমতা ব্যানার্জী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পথে নেমে রাস্তায় ঘুরে সাধারণ মানুষের পাশে তাকে দাঁড়াতে দেখার গেছে বার বার। তিনি সর্বদা বলেছেন এই কঠিন সময়ে বাংলার মানুষের পাশে আছেন তিনি ।

দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষকে নিশ্চিন্ত থাকতে বলে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি জানান , যতদিন তিনি আছেন বাংলার কোনও মানুষকে অসহায় বোধ করার প্রয়োজন নেই । তিনি আরো বলেন সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তিনি পাশে আছেন।

a84562a5b4e8

এর আগেও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি বারবার বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদীর সাথে সাথে। আর তিনি বলেছেন সাধারণ মানুষের পাশে তিনি সবাই সময় আছেন। তার জন্যে যদি করোনা হয়ে যায় তাও তিনি পিছপা হবেনা না। এছাড়াও মুখ্যমন্ত্রীদের সঙ্গেই হোক বা প্রশাসনিক বৈঠক- যাবতীয় কাজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই সারছেন।
এদিন তিনি কোটায় আটকে থাকা পশ্চিমবঙ্গের ছাত্রদের উদ্দেশ্যে লেখেন, “ইতিমধ্যে সব চেষ্টা শুরু করা হয়েছে।

বাংলার যে সব ছাত্র কোটায় আটকে পড়েছে তাদের বাড়ি ফেরার যাত্রা শীঘ্রই শুরু হবে ।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে তিরিশ দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই তিন মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

সম্পর্কিত খবর