মুখ্যমন্ত্রীর ধর্না ও অভিষেকের সভা, কলকাতার রাজপথে বামফ্রন্ট, বিজেপি, কংগ্রেসও! টানটান উত্তেজনা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্য জুড়ে আজ টানটান উত্তেজনা। আজ বুধবার আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমোর এই ধর্না। অন্যদিকে, ময়দানে আজ যুবরাজও। এদিনই শহিদ মিনার ময়দানে ছাত্র-যুব সমাবেশ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।

বুধবার দুদিনের টানা ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী। আজ দুপুর ১২টা নাগাদ শুরু ধরনা। রাজ্য রাজনীতির নজর আজ সেদিকেই। পাশাপাশি তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দোপাধ্যায় সভা থেকে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দেবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিগত কিছুমাস ধরে দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেস। একজোটে শাসকদলের বিরুদ্দে সরব রাজ্যের সকল বিরোধী দল।

এই আবহে ঠিক কী বার্তা দেবেন অভিষেক, বিরোধীদের মুখ বন্ধ করতে কোন পন্থা অবলম্বন করবে সেটাই দেখার বিষয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও ক্ষমতার অপব্যাবহারের ইস্যু তুলে অভিষেক সরব হবেন বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘বাংলার মানুষের নায্য পাওনার দাবিতে রাস্তায় নামছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়। মমতা-অভিষেকের আন্দোলনের সূচনা হচ্ছে। কেন্দ্র ষড়যন্ত্র করে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে।’

অন্যদিকে, আন্দোলনের পথে আজ বিরোধীরাও। বাংলার মাটিতে চলতে থাকা দুর্নীতির বিরুদ্ধে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক সুকান্ত মজুমদার , শুভেন্দু অধিকারী, দিলীপদের আজ ধর্নায় বসার কথা। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আজ ধর্ণা তিন বিরোধী নেতার। দুপুর ২টো নাগাদ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তাঁদের এই কর্মসূচিটি শুরু হবে বলে জানা গিয়েছে।

cpim bjp tmc flag

পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এ দিন মহানগরের রাজপথে নামবে লাল বাহিনীও। আজ বিকেল ৩টে থেকে মৌলালি থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে। অংশ নেবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অপরদিকে, পিছিয়ে নেই কংগ্রেসও। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে প্রদেশ অফিস থেকে আজ কংগ্রেসের মিছিল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর