মোদী, বিজেপির হয়ে কেন ব্যাট ধরলেন প্রশান্ত কিশোর, এবার মুখ খুললেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবারই গোয়া সফরে গিয়েছিলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। আর তাঁর সফরের শুরুতেই বিজেপিকে নিয়ে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আগামী কয়েক দশক বিজেপি দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বলেই মনে করেন প্রশান্ত কিশোর। কিন্তু এই বিষয়ে রাহুল গান্ধীর ভুল ভাবনাকে ধরিয়ে দিয়ে তিনি বলেন, ‘রাহুল গান্ধী মনে করেন, মানুষ ঠিকই মোদীজিকে সরিয়ে দেবে। কিন্তু এই ভাবনা তাঁর একদমই ঠিক নয়। যদি কখনই আপনি প্রতিপক্ষের সঙ্গে শক্তিপরীক্ষা নাই করেন, তাহলে তাঁর শক্তি সম্পর্কে কোন ধারণাই হবে না আপনার’।

IMG 20210516 124059 2

দেশের কেন্দ্রে মোদীজি না থাকলেও, বিজেপি কোথাও যাচ্ছে না বলেই মনে করেন প্রশান্ত কিশোর। তাঁর কথায়, ‘স্বাধীনতার পর ৪০ বছর যেভাবে দেশের কেন্দ্রে কংগ্রেস ছিল, তেমনই আগামী কয়েক দশক ধরে বিজেপি থাকবে। তাঁরা জিতুক বা হারুক, ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে গেলেই সহজে যাবে না তাঁরা। তবে মানুষ যদি এবার মোদীজিকে সরিয়েও দেয়, তাহলেও বিজেপি কোথাও যাবে না। এখানেই থাকবে আর পরবর্তী কয়েক দশক ধরে থাকবে’।

mamata banerjee

তবে প্রশান্ত কিশোরের এমন বক্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শনিবার এই বিষয়ে তিনি বলেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে প্রশান্ত কিশোরের মন্তব্যের। কংগ্রেসের মতো একা একা নয়, বিজেপিকে হারাতে গেলে সকলকে এক হতে হবে- এটাই বলতে চেয়েছেন তিনি। আর সেটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর