বছরের শেষে ফের একবার মোদী-মমতা সাক্ষাৎ! কোন কোন বিষয়ে দাবি তুলবেন মুখ্যমন্ত্রী, জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে। এই পরিস্থিতিতে ফের একবার মোদী-মমতা বৈঠকের সম্ভাবনা জোরালো হয়ে উঠলো। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একটি বৈঠক আয়োজন করতে চলেছেন, যেখানে উপস্থিত হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্ষেত্রে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য টাকা আদায়ের জন্য পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী, সূত্র মারফত এই জল্পনাই ক্রমাগত প্রকট হয়ে উঠছে।

উল্লেখ্য, বর্তমানে জি-২০ আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতকে। এই সংক্রান্ত বিষয়ে আলোচনার স্বার্থে ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে যোগ দিতেই দিল্লি উড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে অতীতে একাধিক সময় কেন্দ্রের বৈঠক এড়িয়ে গেল বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তাৎপর্যের কথা মাথায় রেখে ফের একবার মোদী-মমতা সাক্ষাৎ হতে পারে বলেই মনে করা হচ্ছে।

বর্তমান সময়ে একদিকে যখন একের পর এক দুর্নীতি ইসুতে কোণঠাসা তৃণমূল কংগ্রেস, আবার অপরদিকে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ তুলে এসেছে তৃণমূল নেতৃত্ব। এক্ষেত্রে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার পাশাপাশি ১০০ দিনের কাজেও বাংলাকে বঞ্চনা করা হয়ে চলেছে বলে অতীতে একাধিকবার মন্তব্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও মেলেনি কোন সূরাহা। এমনকি, কয়েকদিন পূর্বে একটি সভায় নরেন্দ্র মোদীর পা ধরার কথাও শোনা যায় মমতার গলায়। ফলে আগামী মাসে মোদী-মমতা আলাদা করে বৈঠক হবে কিনা এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী দ্বারা কি কি বিষয়ে আলোকপাত করা হতে চলেছে, সেদিকে তাকিয়ে সকলে।

modi mamata 10

প্রসঙ্গত, এই মাসের শেষের দিকে সুন্দরবনের উদ্দেশ্যে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে একটি সভা করার পাশাপাশি সুন্দরবনের বাঁধ পরিদর্শন করবেন তিনি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর