হঠাৎ গ্রামে হাজির মমতা, চা দোকানে ঢুকে বানালেন চা

বাংলা হান্ট ডেস্ক: সোমবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক সেরে দিঘা পৌঁছান মুখ্যমন্ত্রী। সেদিনই স্থানীয় গ্রামে গিয়ে সাধারণ মানুষের দাওয়ায় বসে আড্ডার মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। আর আজকে মুখ্যমন্ত্রীকে দেখা গেল ‘চাওয়ালা’ রূপে।

বুধবার দিঘায় প্রশাসনিক বৈঠকের পরে কয়েকজন মন্ত্রী-সাংসদকে নিয়ে হঠাৎ ওডিশা সীমান্ত লাগোয়া দত্তপুর গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী।
সবাইকে চমকে দিয়ে গ্রামের একটি চা দোকানে ঢুকে চা বানাতে শুরু করেন মুখ্যমন্ত্রী।

184122mamata

ঘরে না বসে থেকে জনসংযোগ বাড়ানোর জন্য বহু আগেই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। শুধু নির্দেশ দেওয়াই নয়, নিজে সে কাজ করে দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিঘায় প্রশাসনিক বৈঠকের পরে কয়েকজন মন্ত্রী-সাংসদকে নিয়ে হঠাৎ ওডিশা সীমান্ত লাগোয়া দত্তপুর গ্রামে যান মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা ও বলেন।

গ্রামে থাকাকালীন একটি চায়ের দোকানেও যান মুখ্যমন্ত্রী। সবাইকে চমকে দিয়ে দোকানে ঢুকে নিজেই চা বানাতে শুরু করেন তিনি। তা নিজে খাওয়ার পাশাপাশি অন্যদের পরিবেশন করেন। মুখ্যমন্ত্রীর হাতে বানানো চা খেয়ে অভিভূত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখপাধ্যায় থেকে সাংসদ শিশির অধিকারী সকলেই। আর মুখ্যমন্ত্রীকে নিজেদের মধ্যে পেয়ে অভিভূত গ্রামবাসীরা।

সম্পর্কিত খবর