‘এক দেশ, এক ভোট’ বৈঠকে যাচ্ছেন না মমতা! সাংবাদিক বৈঠক করে জানালেন আসল কারণ

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বকেয়া নিয়ে ধর্নার পরপরই মঙ্গলবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। তবে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর দিল্লি সফর। তৃণমূল সূত্রে খবর, দিল্লি (Delhi) যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। আজ এক দেশ, এক ভোট সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার। তবে তিনি যেতে না পারায় তার বদলে যোগ দেবেন দুই তৃণমূল সাংসদ।

তবে কী কারণে শেষ মুহূর্তে এসে বাতিল হল মমতার দিল্লি সফর? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ। তার আগে হাতে মাত্র ২ দিন সময়। বাজেট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বৈঠকে তৃণমূলের হয়ে হাজির থাকবেন দলের ২ সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্য়োপাধ্যায়।

সোমবার বিকালেই উড়ানে দিল্লি পাড়ি দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মঙ্গলবারের বৈঠকেও যোগদান করার কথা ছিল তার। তবে সোমবার বিকেলেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, রাজ্য বাজেট পেশ করার আগে হাতে সময় খুব কম। প্রচুর কাজ রয়েছে। তাই এই মুহূর্তে তিনি দিল্লি যেতে পারছেন না।

সাংবাদিক বৈঠক থেকেই মমতা বলেন, হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে তিনি এই বিষয়ে অবগত করেছেন। গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে তার অনুমতি নিয়েই এই সফর বাতিল করেছেন তিনি। বৈঠক থেকে মমতা বলেন, ‘ওয়ান নেশন ওয়ান ভোট হাই মনিটরিং কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দের সঙ্গে কথা হয়েছে। ওনাকে বিষয়টি জানিয়েছি। উনি সানন্দে গ্রহণ করেছেন।”

mamata f

আরও পড়ুন: ফের ৫% DA বাড়ছে সরকারি কর্মীদের! কবে থেকে মিলবে? রইল লেটেস্ট আপডেট

গত শুক্রবার কেন্দ্র সরকার ও বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ তুলে টানা ৪৮ ঘন্টা রেড রোডে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে একাধিক ইস্যুতে সরব হন মমতা। সেই ধর্নামঞ্চ থেকেই মমতা ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে রাজ্য বাজেট পেশের আগেই বাংলা নিয়েই ব্যস্ত থাকবেন মমতা। এই অবহে বাতিল মুখ্যমন্ত্রীর রাজধানী সফর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর