এই দিন কপাল খুলছে সরকারি কর্মীদের! এবার DA নিয়ে সরকারি কর্মীদের খুশি করলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে জ্বলন্ত ইস্যু গুলির মধ্যে একটি ডিএ আন্দোলন। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ, আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employee’s)। হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলা। এদিকে কেন্দ্রীয় হারে ডিএ না দিলেও গত বছর থেকে বেশ খানিকটা ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবার মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল সেই ইস্যু।

গতবার বাজেট পেশের দিন ৩% ডিএ বৃদ্ধি করে ৬% করা হয়েছিল। পরে আরও চার শতাংশ বৃদ্ধি করা হয়। এদিকে গত ফেব্রুয়ারী মাসে বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির বিষয়টি জানিয়েছিলেন। ফের চার শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। বর্তমানে তা দাঁড়িয়েছে ১৪ শতাংশে।

সোমবার কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, মে মাস  থেকে সরকারি কর্মীরা আরও চার শতাংশ ডিএ পাবেন। সুতরাং জানিয়ে দেওয়া হল, আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী মে মাস থেকে ১৪ শতাংশ হারে ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের।

মমতা বলেন, ‘মে মাসে সরকারি কর্মীরা আরও চার শতাংশ ডিএ পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মীদের টাকা বাড়িয়েছি। এরা অনেক কাজ করেন। হেল্পারদের টাকা বাড়িয়েছি। আমরা অনেকের ভাতা বাড়িয়েছি। সাম্মানিকও বাড়িয়েছি।’ সুতরাং মে মাস থেকে ১৪ শতাংশ হারে ডিএ ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে, তা স্পষ্ট করলেন মমতা।

mamata da wb

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বহুদিন জেলবন্দি! এরই মাঝে কালীঘাটের ‘কাকু’র জীবনে নেমে এল গভীর অন্ধকার

তবে এই ডিএ নিয়ে মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মীরা। তাদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ। জানিয়ে রাখি, কেন্দ্র সরকার বর্তমানে নিজের কর্মীদের ৫০% হারে ডিএ দেয়। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর