CAA, NRC এর বিরুদ্ধে তুলি ধরলেন মমতা

বাংলাহান্ট ডেস্কঃ অধিকার যখন বিপর্যস্ত হয় তখন শিল্পী হয়ে ওঠে প্রতিবাদের মুখ আর শিল্প হাতিয়ার। আমাদের দেশেও বারবার শিল্পকে হাতিয়ার করেছে অনেক শিল্পী সাহিত্যিক।   কখনো নীলকরদের বিরুদ্ধে লেখা হয়েছে নীলদর্পণ। কখনো বা অত্যাচারের বিরুদ্ধে মহাশ্বেতা দেবীর কলম গর্জে উঠেছে হাজার চুরাশির মা হয়ে। দেশের সংস্কৃতির রাজধানী কলকাতা আজ দেখল আরো একটি  প্রতিবাদ, সি এ এ ও এন আর সি এর বিরুদ্ধে তুলে ধরলেন 42 জন শিল্পী।

আজ কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে  শুভাপ্রসন্ন,  যোগেন চৌধুরীর মতো 42 জন শিল্পী জড়ো হয়েছিলেন সি এ এ ও এন আর সি এর বিরুদ্ধে প্রতিবাদে। উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। তুলি ধরলেন তিনিও। তাদের তুলির টানে 42 টি কালো ক্যানভাসে ফুটে উঠল একের পর এক ছবি যেগুলি প্রতিটি কেন্দ্রীয় সরকারের সি এ এ ও এন আর সি এর বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার।

জানা গিয়েছে ছবিগুলো পাঠানো হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ও তিনি সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতই আলোচনা চান। গণতন্ত্রে আলোচনা হতে পারে কিন্তু কোন অবস্থাতেই তারা সিএ এ ও এন আর সি মানবেন না।

এই প্রতিবাদ সভায় মুখ্যমন্ত্রী  নিজেও আঁকলেন। ছবি চিরাচরিত ঢংয়ে কেন ফুটে উঠল একটি মেয়ের মুখ যার চোখে N O, মুখের ডান ও বাঁ দিকে যথাক্রমে সি এ এ ও এন আর সি। শুভাপ্রসন্নের ছবিতে রয়েছে একটি মাংসাশী মাছ।

সম্পর্কিত খবর