১২ দিন পর বিদেশ থেকে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী, বললেন, ‘খুব ভালো সফর হয়েছে, বিনিয়োগ আসছে’

বাংলা হান্ট ডেস্ক: ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতার ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সন্ধেয় নির্ধারিত সময়ে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) নামেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গেই ফিরেছেন তাঁর সফরসঙ্গী শিল্পপতি, প্রতিনিধি এবং সাংবাদিকরা।

এদিন বিমানবন্দরে নেমেই তিনি বলেন, ‘অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি। আমাদের এবারের সফর খুব ভালো হয়েছে, এত সফল সফর এর আগে দেখিনি। আমাদের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে মাদ্রিদ (Madrid), স্পেন (Spain) এবং দুবাইয়ের (Dubai) শিল্পপতিদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তাঁদের আমি আমন্ত্রণ জানিয়েছি। সব মিলিয়ে সফর খুব ভালো হয়েছে।’

এদিন মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। এদিন মমতা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের বলেন, সফর ইতিবাচক হয়েছে। বড় বড় চুক্তি চুক্তি হয়েছে। খুব ভালো বৈঠক হয়েছে শিল্পপতিদের সঙ্গে। ফিকি ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বৈঠকগুলি আয়োজন করেছিল। প্রবাসী বাঙালিদের সঙ্গেও কথা হয়েছে।’

mamata airport satday

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর দুবাই হয়ে স্পেন রওনা দেন মমতা। ১৩ তারিখ মাদ্রিদে পৌঁছন। মমতার এই সফরের মূল উদ্দেশ্য ছিল রাজ্যে বিনিয়োগ টানা। সেই সঙ্গে ছিল ফুটবলের উন্নয়ন। মাদ্রিদের শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাংলার ফুটবলের উন্নয়নে স্পেনের বিখ্যাত ফুটবল সংগঠন লা লিগা অ্যাকাডেমি করার প্রতিশ্রুতি দিয়েছে। তার জন্য কিশোর ভারতীয় স্টেডিয়ামটি লা লিগার জন্য ছেড়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুবাই সফরেও একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মমতা। বিখ্যাত লুলু গ্রুপ (LuLu Group) বিশ্বমানের শপিংমল করবে বলে নিউটাউনে, এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর