পশ্চিমবঙ্গবাসীর জন্য দুর্দান্ত খবর! বিদ্যুৎ বিল নিয়ে বড়সড় আপডেট মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : বিদ্যুতের বিল নিয়ে রাজ্যের মানুষের অভিযোগ বহু দিন থেকে। তবে কি সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে অবশেষে বিদ্যুতের বিল (Electric Bill) কমতে চলেছে রাজ্যে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় বুধবার এমনটাই ইঙ্গিত মিলল। দেউচা-পাচামি নিয়ে মুখ্যমন্ত্রী আজ মুখ খুললেন বিশ্ববাংলা মিলন মেলা প্রাঙ্গণে নিজের বক্তব্য রাখার সময়।

সবার সামনে রাজ্যের কাজের খতিয়ান তুলে ধরার সময় তিনি বলেন, বীরভূমে দেউচা- পাচামি তৈরি হচ্ছে সাধারণ মানুষের উপকারের জন্য। সেখানে কয়লা পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওখানে যা কয়লা উৎপাদন হবে, তাতে বিদ্যুতের অভাব হবে না আগামী ১০০ বছরে।” পাশাপাশি মুখ্যমন্ত্রীর আশ্বাস কয়লা উৎপাদন বৃদ্ধি পেলে কমবে বিদ্যুতের দাম।

আরোও পড়ুন : পোস্ট অফিসে টাকা তোলার ক্ষেত্রে আসছে বড় বদল! নতুন নিয়ম না জানলেই বিপদে পড়বেন

মুখ্যমন্ত্রীর কথায়, আদিবাসী, সংখ্যালঘু ও সাধারণ মানুষ খুব সাহায্য করেছে দেউচা-পাচামি প্রকল্পে। কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে দেউচা-পাচামি প্রকল্পে। এই প্রকল্পের মধ্যে সরাসরি চাকরি হবে এক লক্ষ মানুষের। এছাড়াও আনুষাঙ্গিক শিল্পগুলোতে চাকরি পাবেন কয়েক লক্ষ মানুষ। মুখ্যমন্ত্রী বলেন এর ফলে উপকৃত হবেন মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, মালদার লোকেরা।

আরোও পড়ুন : যাদবপুরের পর SSKM, এবার ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হোস্টেল থেকে! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

অন্যদিকে, বুধবার এই মঞ্চ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য বিমার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই বিমা অনুযায়ী কোনও পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে বিমার টাকা পাবে তার পরিবার। মাছের ভেড়ি, বাজি শিল্পের সঙ্গে যুক্ত ও ইটভাটার শ্রমিকেরাও থাকবেন এই বিমার আওতায়। মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী মিলতেই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার।

mamata country state

একই সাথে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন MSME দের পাশে দাঁড়ানো নিয়েও। তিনি বলেন সরকারি পরিচয় পত্র দেওয়া হবে রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রী বলেন কোনও ভাবেই জোর-জুলুম করে টাকা তোলা যাবে না ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে। মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের ঘটনা ঘটলে সরাসরি তাকে যেন জানানো হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর