‘রাজনীতি না করলে জিভ টেনে ছিঁড়ে দিতাম’, বিরোধীদের তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ ‘আমি যদি রাজনীতি না করতাম, তাহলে জিভটা টেনে ছিঁড়ে দিতাম’, এদিন নজরুল মঞ্চ থেকে বিজেপি (BJP) এবং সিপিএমকে (Cpim) ঠিক এভাবেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসসি (SSC) মামলায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) গ্রেফতারি মামলায় যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক কদর্য আক্রমণ চালাচ্ছে বিরোধীরা, এদিন তার বিরুদ্ধেই গর্জে উঠলেন মমতা।

গত শনিবার এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি নগদ অর্থ, একাধিক সোনা গয়না, ২০ টি মোবাইল ফোন এবং বিদেশি মুদ্রা পাওয়ার অপরাধে তাঁকেও গ্রেফতার করা হয়। এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় এক মহিলার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার করা হয়েছে। এক্ষেত্রে সত্যিটা সবার সামনে আসা উচিত। যদি কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিন। তবে এক্ষেত্রে যেভাবে আমার ছবি ব্যবহার করে কদর্য আক্রমণ করে চলেছে বিরোধী দলগুলি, তা অনুচিত। রাজনীতি না করলে জিভটা টেনে ছিঁড়ে দিতাম।”

পার্থ-অর্পিতা গ্রেফতারির পরই দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলে দাবি করতে থাকে বিরোধী দলগুলি। এই প্রসঙ্গে নাকতলা উদয়ন সংঘে পুজো উদ্বোধনের একটি ভিডিও শেয়ার করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন করতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন সেই প্রসঙ্গটিকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, “একটি পুজোয় আমাকে ডেকেছিল বলে সেখানে হাজির হয়েছিলাম। তবে সেই স্থানে কে উপস্থিত রয়েছে, তা আমি কি করে জানব? পরে শুনেছিলাম পার্থর বন্ধু। তবে আমার বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়ে চলেছে, তা অনুচিত। আমি আজ পর্যন্ত কারোর পয়সায় খাইনি। রেলমন্ত্রী থাকাকালীনও নিজের পয়সায় চা খেতাম।”

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বহু দশক ধরে রাজনীতির সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ ওঠেনি, তবে বর্তমানে যেভাবে তাঁকে এসএসসি মামলায় যুক্ত করার চেষ্টা হয়ে চলেছে, এদিন নজরুল মঞ্চে অনুষ্ঠানটিকে হাতিয়ার করে তিনি সে সকল আক্রমণের বিরুদ্ধেই জবাব দিলেন।

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর গলায় ‘ত্যাগের রাজনীতি’ প্রসঙ্গ উঠে আসে। তিনি জানান, “আমি ভোগ করার জন্য রাজনীতি করিনি। আমার মনে হয় ত্যাগের রাজনীতি করা উচিত। রাজনীতি মানেই ত্যাগ, তবে সবাই সমান নয়। আমি একটা কথা বলতে পারি যে, দুর্নীতিকে জীবনে কখনো আমি সাপোর্ট করিনি আর করবোও না।”

jpg 20220725 173837 0000

পরবর্তীতে মুখ্যমন্ত্রী বলেন, “ভুল করার অধিকার সবার থাকে। সেটা যদি অজ্ঞানে করা হয়, তবে তা সঠিক করা যায়। কিন্তু সজ্ঞানে অপরাধ করলে সেটা দোষ। সত্য সবার সামনে আসা উচিত।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর