স্লোগান না দেওয়ায় মঞ্চে থাকা নেতাদের ধমক দিলেন মমতা, ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ দিনের মাথায় রাজ্যে প্রথম দফার নির্বাচন। আর এই নির্বাচনের আগে শাসক থেকে বিরোধী সবাই জোর কদমে প্রচার চালাচ্ছে। একদিকে যেমন বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের নেতারা জেলায় জেলায় জনসভা, রোড শো করে ভোটারদের টানতে মরিয়া হয়ে উঠেছেন। তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাঙা পা নিয়ে দিনে একাধিক জনসভা করে চলেছেন।

গতকাল নির্বাচনে প্রচারে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁকুড়ায় একটি জনসভা করেন তিনি। ওই জনসভায় ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আপনারা ভিড়ে ব্রিগেডকেও টেক্কা দেবেন দেখছি।” আরেকদিকে গতকাল নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে একটি জনসভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল অমিত শাহের ওই সভায় কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর বিজেপিতে যোগ দিয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাতে নেন।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ও পূর্ব মেদিনীপুরে সভা করেন। কাঁথি উত্তর এবং দক্ষিণ দুই জায়গা তেই সভা করেন তিনি। আর দুই জায়গা থেকেই বিজেপি, কেন্দ্র সরকার এবং অধিকারী পরিবারকে একের পর এক আক্রমণ করে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য্য। দক্ষিণ কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় একটি চরম অস্বস্তিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।

উল্লেখ্য, তৃণমূল নেত্রী প্রতিটি সভায় নিজে থেকেই স্লোগান তুলে সবাইকে স্লোগান দেওয়ার জন্য আহ্বান করেন। এমনকি তিনি উলুধ্বনি, শঙ্খও বাজাতে বলেন। রবিবার দক্ষিণ কাঁথির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চেয়ারে বসে স্লোগান দিচ্ছিলেন, তখন মঞ্চে উপস্থিত থাকা বাকি তৃণমূল নেতাদের চুপ করে বসে থাকতে দেখা গিয়েছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাত দিয়ে উঠে দাঁড়ানোর ইশারা করলে, নেতারা চেয়ারে বসে স্লোগান দেওয়া শুরু করেন।

যদিও, তারপর মঞ্চে উপস্থিত নেতা নেত্রীরা দাঁড়িয়েছিলেন। কিন্তু দাঁড়ালে কি হবে, তাঁরা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্লোগান দিচ্ছিলেন না। আর এতেই বিরক্ত হন মুখ্যমন্ত্রী। তখন মাইক হাতে তিনি মঞ্চে উপস্থিত নেতাদের ধমক দিয়ে বলেন, আমি এত অসুস্থ শরীরে স্লোগান দিয়ে যাচ্ছি, আর তোমরা স্লোগান দিতে পারছ না? মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে অবশেষে স্লোগান দেন তৃণমূলের নেতা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর