উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন মমতা ব্যানার্জীঃ সায়ন্তন বসু

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) আবারও আক্রমণ করলেন সায়ন্তন বসু (Sayantan Basu)। বাংলায় (West bengal) গদি দখলের লড়াইয়ে তৃণমূল (All India Trinamool Congress) বিজেপি সকলেই ব্যস্ত। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে আক্রমণের তীরে বিঁধলেন সায়ন্তন বসু। সেইসঙ্গে ইতিহাসের পাতা থেকে তুলে আনলেন সিঙ্গুর নন্দীগ্রাম প্রসঙ্গকেও।

মমতাকে আক্রমণ সায়ন্তনের
বুধাবার আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে, তাঁদের মনোবল বাড়াতে নারায়ণগড়ে গিয়েছিলন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেখানে গিয়ে দলীয় কর্মীদের মনের জোর বাড়িয়ে দিতে সিঙ্গুর নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি।

245513 sayantan11

ব্রেনোলিয়া খাওয়াতে হবে মুখ্যমন্ত্রীকে
সিঙ্গুরের প্রতিবাদী মঞ্চ থেকে সায়ন্তন বসু বললেন, ‘সিঙ্গুর নন্দীগ্রামের মানুষদেরকে শুধুমাত্র ভোটের সময় কাজে লাগানো ছাড়া আর কিই বা করেছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী হয়তো ভুলেই গেছেন, লালকৃষ্ণ আদবানির সহাওতায় সেই সময় তিনি এখানে আন্দোলন গড়ে তুলেছিলেন। মুখ্যমন্ত্রীকে ব্রেনোলিয়া খাওয়াতে হবে, তাহলেই সব মনে পড়ে যাবে’।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সায়ন্তন
আসন্ন ২০২১-এর নির্বাচনে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতি দিলেন, ‘এবারে ক্ষমতায় এলে অবশ্যই নন্দীগ্রাম-সিঙ্গুরের মানুষের জন্য কাজ করবে রাজ্য BJP। শিল্প তৈরির পাশাপাশি কৃষকরাও বাচঁবে’। সেইসঙ্গে ব্যঙ্গের সুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে কটাক্ষ করে বলেন, ‘উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কারণ তারা কেউই গণতন্ত্র মানেন না। নিজের মর্জিতে চলেন, এরা একই গোত্রের মানুষ’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর