হাতে পোষ্য নিয়ে ও কী হচ্ছে! ভাইরাল ভিডিওতে ফাঁস মুখ্যমন্ত্রীর বড় ‘সিক্রেট’, তাজ্জব সকলে

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। রাজনৈতিক কারণ বশত সর্বদাই চর্চার মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, এই বয়সেও তৃণমূল সুপ্রিমোর ফিটনেস দেখে কৌতূহল সকলের মনে। কিভাবে মিছিল, শোভাযাত্রা গুলোতে সটান হাঁটতে থাকেন মাইলের পর মাইল। ছুটে বেড়ান রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত! নিজের চমকপ্রদ ফিটনেস ‘রহস্য’ অবশ্য ফাঁস করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীই।

এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, হাঁটতে ভীষণ ভালোবাসেন তিনি। এমনকি বহুবার তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, প্রত্যেকদিন সকালে নিয়ম করে ট্রেডমিলে হাঁটার অভ্যেস রয়েছে তার। পূর্বে অর্থমন্ত্রী হিসেবে বাজেটে পেশের পর বিধানসভায় তৃণমূল সুপ্রিমোকে বলতে শোনা গিয়েছিল, ‘ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানিয়ে ফেললাম।’

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেকে নেহাতই মজার ছলে নিয়েছিলেন সকলে। কেউ কেউ তো আবার বিদ্রুপ করতেও সময় ব্যয় করেনি। সোশ্যাল মিডিয়াতেও সেই সময় এই নিয়ে নানা মিমের ছড়াছড়ি। সত্যিই কী ট্রেডমিলে হাঁটেন তিনি। এই প্রশ্ন কিন্তু ছিলই জনমানসে। তবে রবিবার এমন এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যার পর কেটে গিয়েছে সমস্ত ধন্দ।

কী সেই ভিডিও? তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি রিল পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পোষ্য সারমেয়কে হাতে নিয়ে ট্রেডমিলে দ্রুতগতিতে হেঁটে (Mamata Banerjee’s Walk) যাচ্ছেন মমতা। আর তা দেখেই একেবারে হাঁ সকলে।

https://www.instagram.com/reel/Cr7421DsOag/?utm_source=ig_embed&ig_rid=535e8e6f-1199-4d86-b8e1-4934e6356165&ig_mid=4F76C517-93C6-4870-82B5-6E0FA9595408

ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে একটি সংবাদমাধ্যমে সুদীপবাবু জানান, ‘ঘাবড়াবার কিছু নেই, এই ভিডিয়ো সম্পূর্ণ সত্য। এটা আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিডিয়ো। রোজকার মতো আজও তিনি ট্রেডমিলে হাঁটছিলেন।’

এতদিন মুখ্যমন্ত্রীর মুখের কথায় অনেকে বিশ্বাস না করলেও আজ সত্যিটা সকলের চোখের সামনে। শরীরচর্চার ওপর যে তিনি বাড়তি নজর দেন সেকথা আগেও বহুবার বলেছেন। আর আজ চাক্ষুস হল তা। এই বাড়তি জোর দেওয়ার কারণেই হয়তো ষাটের গন্ডি পেরিয়ে আজও এক্কেবারে ‘ফিট’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর