যত তাড়াতাড়ি সম্ভব হোক উপনির্বাচন, প্রচারে সাতদিন সময় দিলেই হবে, স্পষ্ট বার্তা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যের কোভিড সংক্রান্ত পরিস্থিতির মূল্যায়নের জন্য একটি সাংবাদিক বৈঠক আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এর আগে বাংলায় আট দফায় বিধানসভা নির্বাচন হয়েছে, যার জেরে যথেষ্ট কোভিড ছড়িয়েছে বলেই বারবার দাবি করেছে তৃণমূল। আজ বৈঠক মূলত কোভিড সম্পর্কিত হলেও উঠে আসে আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) প্রসঙ্গ থেকে শুরু করে উপনির্বাচনের প্রসঙ্গও। এমনকি লোকসভা ভোটের নিরিখেও আজ ফের একবার বিজেপিকে আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা চাই দ্রুত উপনির্বাচন হয়ে যাক, মনে হয় সাতটি আসনে উপ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সাতদিনের প্রচারের সময় দিলেই হবে।” সাথে সাথেই এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ফের একবার বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,“গায়ের জোর দেখাচ্ছে। আইন মানছে না। গায়ের জোরে তো সবকিছু হয় না। আলাপনের মতো সৎ আমলাকে কাজ করতে দিচ্ছে না।”

তিনি পরিষ্কার জানান, ধ্বনি আইনের অনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। তারা এই দেশের জন্য একটি রোগের মত হয়ে উঠেছে। ২০২৪ সালে সরকার বদলালে এ ধরনের নিয়মও বদলে দেওয়া হবে। বিজেপি যা ইচ্ছা পাশ করিয়ে নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

1621903414 mamata raj

প্রসঙ্গত উল্লেখ্য, এই উপ-নির্বাচনে এখন আটকে রয়েছে মুখ্যমন্ত্রীর ভাগ্যও। নন্দীগ্রামে জিততে না পারার ফলে আপাতত কোনো একটি উপনির্বাচনে ছয় মাসের মধ্যে জিতে ফিরে আসতে হবে তাকে। তবেই মুখ্যমন্ত্রী পথ ধরে রাখতে পারবেন তিনি। আর তাই উপ-নির্বাচন নিয়ে কোনো দেরি চাননা মমতা। আজকের বৈঠকে কার্যত তারই ইঙ্গিত দিলেন তিনি।

সাথে সাথে তিনি এও জানান, করোনার তৃতীয় ঢেউকে রুখতেও আগামী দিনের বড় ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। শিশুদের মধ্যে সংক্রমণ কমানোর জন্য মায়েদের ভ্যাকসিন দেওয়া জোর দেওয়া হচ্ছে। এছাড়া জুলাই মাসের মধ্যে ৭০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কথাও জানিয়ে দেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর